: তোমায় কত বলেছিলাম, নিয়ে চলো সমুদ্দুর!
: আমি তোমায় বলিনি কি ঈদের ছুটি বহুদ্দুর?
: এবার ঈদে লম্বা ছুটি, নিয়ে চলো কক্সবাজার!
: কিন্তু দেখো সমুদ্রটাই চলে এল মগবাজার!!
: এই পানি তো নোংরা পানি, নয় সাগরের স্বচ্ছ জল।
: জলবায়ুর বদল ঘটায় উঁচু এখন সাগরতল।
: সেই সাগর কি ঢাকায় এসে ঘণ্টি বাজায় দরজায়!
: রাস্তা এখন উপসাগর, তরঙ্গেরা কি গরজায়!
: ঘর কি তবে মোটেল কক্ষ বারান্দাটা সাগর বিচ?
: রিল বানাব ঘরে বসে, ঘরে বসেই বাড়বে রিচ।
: তুমি আমার বয় বেয়ারা, ছুটি দিলাম বুয়ারে।
: কী চমৎকার হোম সার্ভিস! সাগর এল দুয়ারে।