
লাল, গোলাপি, পিচ, বারগেন্ডি, গাঢ় বেগুনি, কমলা। শীতে লিপস্টিকে এই রংগুলো জনপ্রিয় এখন। আগামী পাঁচ থেকে ছয় মাস ঠোঁটে রঙগুলো বেশ জেঁকেই বসবে যেন। তবে সমস্যা হয় যখন বোঝা যায় না প্রিয় রঙের কোন শেডটি নিজেকে মানাচ্ছে। কাকে কোন রং মানাবে এই নিয়ে থাকছে বিশেষজ্ঞদের পরামর্শ।
প্রতিবছরই মেকআপে যোগ হয় নতুন কিছু। কখনো চোখ, কখনো চুল নিয়ে তৈরি হয় নতুন ধারা। এ বছর ফ্যাশনপ্রেমীরা ঝুঁকবেন লিপস্টিকের ওপর—এমনই মনে করছেন রূপবিশেষজ্ঞরা। কানিজ আলমাস খান বলেন, ‘গত বছর থেকে উজ্জ্বল রঙের লিপস্টিকের চল শুরু হয়েছে। লিপস্টিকের রং উজ্জ্বল হওয়ার কারণে চোখে বিভিন্ন রঙের আইশ্যাডোর ব্যবহার কমে গেছে। রংগুলো যেহেতু অনেক উজ্জ্বল, মেকআপে এটাই এখন সবচেয়ে বেশি নজর কাড়ছে।’ কাপড়ের রং নির্বাচন করার পর ঠোঁটের রংটি বেছে নেওয়া উচিত। তবে লিপস্টিক ব্যবহার করার সময় জায়গা ও সময় দুটোই মাথায় রাখতে হবে।
বাজারে বিভিন্ন ব্র্যান্ড
বাজার ঘুরে দেখা গেল বিভিন্ন দেশি-বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের লিপস্টিক পাওয়া যাচ্ছে। দাম ওঠা-নামা করে ব্র্যান্ডগুলোর নামের সঙ্গে সঙ্গে। তবে তিন হাজার ৫০০ টাকার মধ্যেই সব ধরনের লিপস্টিক কেনা যাবে। গোলাপি, ম্যাজেন্টা, লাল, বাদামি, কমলা রঙের লিপস্টিকগুলো গ্রাহকেরা বেশি পছন্দ করছে বলে জানান বিক্রেতারা। রেভলন, ম্যাক, ক্রিশ্চিয়ান ডিওর, ল্যানকম, ক্লিনিক, বুটস নাম্বার সেভেন, লরিয়াল, জ্যাকলিন, মেবেলিন, নিওরসহ বিভিন্ন ধরনের লিপস্টিক পাওয়া যাচ্ছে বলে জানান প্রিয় জেনারেল স্টোরের ব্যবস্থাপক মো. সাইফুল ইসলাম।
ত্বকের সঙ্গে মিলিয়ে লিপস্টিকের শেড
ত্বকের রঙের কথা মাথায় রেখে লিপস্টিকের রঙের শেড নির্বাচন করা উচিত। কোন কোন ত্বক এমন হয় যেখানে সব ধরনের রং ও শেড মানিয়ে যায়। রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন বলেন, ‘লিপস্টিক দেওয়ার আগে হালকা মেকআপ করে নেওয়া উচিত। অন্তত ফেস পাউডার লাগানো উচিত। এতে করে অনেক রংই মানিয়ে যাবে আপনাকে।’
এক ঝলকে দেখে নেওয়া যাক লিপস্টিকের কোনো শেডটি কাকে মানাবে।
শুরু করা যাক লাল রংটিকে দিয়েই। এ সময়ের অন্যতম জনপ্রিয় রং এটি। শুধু লালের মধ্যেই অনেকগুলো শেড পাওয়া যাচ্ছে। রাশিয়ান রেড, মেরুন রেড, টমেটো রেডসহ বিভিন্ন নামে এগুলো অভিহিত করা হচ্ছে। চাপা বা শ্যামলা রঙের অধিকারীদের গাঢ় লাল রঙের লিপস্টিক খুব ভালো মানায়।
কানিজ আলমাস খান বলেন, একটু গাঢ় রঙের লিপস্টিকে তাঁদের ভালো দেখাবে। অন্যদিকে যাঁদের গায়ের রং উজ্জ্বল তাঁদের জন্য মানানসই হলো উজ্জ্বল বা নিওন রঙের লিপস্টিকগুলো। তবে চাপা রঙের অধিকারীরা উজ্জ্বল লাল রং ব্যবহার করে দেখতে পারেন। নির্ভর করবে আপনার বহন করতে পারার ওপর।
পিচ রংটি খুব মজার। সবাইকেই মানিয়ে যায়। পিচের হালকা শেডগুলো বেশি মানাবে ফরসা ত্বকের অধিকারীদের।
কমলা রঙের হালকা বা চাপা শেডটি মানানসই চাপা রঙের অধিকারীদের জন্য। প্রয়োজন মনে হলে কপার বা বাদামি রংটি মিশিয়ে নিতে পারেন। ত্বকের রং উজ্জ্বল হলে হট অরেঞ্জ, নিওন অরেঞ্জ, উজ্জ্বল কমলা মানানসই। ম্যাজেন্টা বা গোলাপি রঙের অনেক শেড বাজারে পাওয়া যাচ্ছে। হট পিংক, পাম (গাঢ় জাম রং), হালকা গোলাপি ইত্যাদি। উজ্জ্বল ত্বকের মেয়েরা গাঢ় ম্যাজেন্টা পরতে পারবেন। চাপা বা শ্যামলা ত্বকের মেয়েরা গোলাপির হালকা শেডটা ব্যবহার করতে পারবেন। বাদামি রঙের চাপা শেডগুলো চাপা গায়ের রঙের অধিকারীদের মানাবে। হালকা বাদামি, বেগুনি, রংগুলো উজ্জ্বল রং হলে মেয়েদের মানায়। অন্যদিকে বারগেন্ডি ও মভ রংটি ভালো লাগে চাপা রঙের অধিকারীদের বলে জানান আফরোজা পারভীন।
লিপস্টিকের টুকটাক
এ বছর গ্লসি লিপস্টিকের চল থাকবে না। বরং উজ্জ্বল রংগুলো ম্যাট হিসেবেই জনপ্রিয়তা পেয়েছে। লিপস্টিক অনেকক্ষণ ঠোঁটে রাখার জন্য আছে সহজ একটি উপায়। যে টোনের লিপস্টিক দিচ্ছেন, সেটার গাঢ় টোনটা থাকলে আগে সেটা দিয়ে নিন। এবার টিস্যু পেপার দিয়ে চেপে তুলে ফেলুন। এরপর মূল লিপস্টিকটা দিন। এতে করে লিপস্টিকটি অনেক সময় ধরে থাকবে। ওপরেরটি যদি উঠেও যায়, তাহলে নিচের অংশটি থাকবে।