
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
চলতি সপ্তাহে আপনি নতুন ও চমৎকার কিছুর আশায় থাকতে পারেন। এই প্রতীক্ষা আপনাকে উজ্জীবিত করে রাখুক।
বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
মন যতই খারাপ থাকুক, নিজের মনটাকে ভালো রাখা আপনার দায়িত্ব। মন ভালো রাখুন, সপ্তাহ ভালো যাবে।
মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬
এখন সামনে আপনার একটা নতুন সময়। খুব পুরোনো চিন্তা দিয়ে সময়টাকে নষ্ট করবেন না। নতুন ভঙ্গিতে ভাবার চর্চা করুন।
কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২
কর্কটের কল্পনাশক্তি ভালো। এই কল্পনাশক্তির সঙ্গে তাঁকে মেশাতে হবে বাস্তবতাবোধ। তাহলেই তিনি সাফল্য পাবেন।
সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১
সিংহের সামনে এখন অনেক নতুন সুযোগ। এর মধ্য থেকে শ্রেষ্ঠ সুযোগগুলো বেছে নিন। আপনি আবশ্যই জয়ী হবেন।
কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২
এ সপ্তাহে বিষণ্ণতা এসে মাঝেমধ্যে আপনাকে একটু আচ্ছন্ন করতে পারে। এতে দমে যাবেন না। আপনার সময় এখন ভালো।
তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২
কানকথায় বেশি নির্ভর করবেন না। নিজের মেধা ও বুদ্ধি খাটান। এককথায়, নিজের শক্তির ওপর আস্থা রাখুন।
বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২
এ সপ্তাহে আপনি অন্যের কাছে অনেক বেশি আস্থা অর্জন করতে পারবেন। এটাই হোক আপনার চলার শক্তি।
ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯
সপ্তাহজুড়ে মনটাকে বলুন: ওরে মন, সামনে চল। এখন তোর পিছিয়ে যাওয়ার পালা নয়।
মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩
কোনো দিক থেকে যখন শক্তি আসে না, মকর তখন তার নিজের শক্তি দ্বারা চালিত হয়। চলতি সপ্তাহে এ কথাটা বিশেষভাবে স্মরণযোগ্য।
কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯
এ সপ্তাহে কুম্ভর রয়েছে কমপক্ষে ৪০ শতাংশ সফলতা। সেভাবে সামনে এগিয়ে চলুন।
মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩
মীনের জন্য সপ্তাহটি ভালোই, তবে কারও সঙ্গে ভুল-বোঝাবুঝি এড়িয়ে চলা তার জন্য উচিত হবে। জয় হোক!
আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি— কাওসার আহমেদ চৌধুরী