কী করি আমি

আমার ফেসবুকের কী হবে?

.

ফেসবুকের পাতায় প্রতিদিন আমরা চিন্তাভাবনা, সুখ-দুঃখের কথা লিখে যাই। বন্ধুদের কথা লিখি। ছবি পোস্ট করি। যখন আমি এই প্রিয় পৃথিবী ছেড়ে চলে যাব, তখন কী হবে? আমার ফেসবুক অ্যাকাউন্ট কি মুছে যাবে? বন্ধ করে দেওয়ার নিয়ম আগে ছিল। সম্প্রতি ফেসবুক ঠিক করেছে, কোনো উত্তরাধিকারী মনোনীত করে গেলে তিনি কিছু শর্ত সাপেক্ষে মূল অ্যাকাউন্টের পক্ষ হয়ে তাঁর ফেসবুক পেজে নতুন নতুন পোস্ট দিতে পারবেন। আসুন, জেনে নিই এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্যগুলো।
১. ফেসবুক একে ‘লিগেসি কনটাক্ট’ নামে অভিহিত করছে। চিরবিদায় নেওয়ার পরও ফেসবুক অ্যাকাউন্ট পরিচালনার বিশেষ ব্যবস্থা। বলা যায় একধরনের মরণোত্তর ডিজিটাল জীবন।
২. ফেসবুক অ্যাকাউন্টের মনোনীত উত্তরাধিকারী বন্ধুর স্মৃতিবিজড়িত প্রোফাইল পেজের ওপরের দিকে নতুন পোস্ট দিতে পারবেন, তার প্রোফাইল পিকচার বদলাতে পারবেন, এমনকি নতুন নতুন ফ্রেন্ডস রিকোয়েস্টের উত্তরও দিতে পারবেন।
৩. পূর্বানুমতি থাকলে লিগেসি কন্টাক্টরা লোকান্তরিত ব্যক্তির আর্কাইভ থেকে পোস্ট ও ছবি ডাউনলোড করতে পারবেন, কিন্তু ব্যক্তিগত বার্তাগুলো নয়।
৪. মূল অ্যাকাউন্টের পোস্ট করা বিষয় বা ছবি লিগেসি কন্টাক্টরা সম্পাদনা করতে পারবেন না।
৫. লিগেসি কন্টাক্ট মনোনয়নের জন্য সেটিংয়ে যান। সিকিউরিটি ঘর বেছে নিন। এরপর পাতার নিচের দিকে লিগেসি কন্টাক্টের ঘর পাবেন। ফেসবুক ওয়েবসাইট বা মোবাইল অ্যাপ-দুইয়ের ক্ষেত্রেই একই পদ্ধতি।
সূত্র: দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, ১২ ফেব্রুয়ারি, ২০১৫