ইনস্টাগ্রাম থেকে তারাদের খবর

ফ্যাশনিস্তা তারকাদের কাছে সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। ভক্তদের সঙ্গে যোগাযোগের জন্য তাঁরা হাতের মুঠোফোনে এক ক্লিকে এই ‘গ্রামে’ আসেন, ছবি-ভিডিও-ক্যাপশন পোস্ট করেন, চলে যান। আর ভক্তরা সেগুলো দেখে তাঁদের প্রিয় তারকার খবরাখবর রাখেন। উচ্ছ্বসিত হন। মতামত জানান। তারকা ও ইনফ্লুয়েন্সারদের ছবিগুলো দেখলে বোঝা যাবে, ফ্যাশন আর বিউটির ট্রেন্ড। আবার কোনো কোনো তারকার কিছু কিছু ফ্যাশন বা স্টাইল ট্রেন্ড সেটও করে। সেটা টিকে যায় কয়েক মাস, এমনকি বছরব্যাপী। ইনস্টাগ্রামে সবচেয়ে আলোচিত কয়েকজন দেশি আর ভিনদেশি তারার পোশাক আর সাজগোজে চোখ বুলিয়ে নেওয়া যাক।

সত্যিকারের বন্ধু পাশে পাওয়া সত্যিই বিরল। সেই বিরল সৌভাগ্যের অধিকারী ইয়াশ রোহান
ছবি: ইনস্টাগ্রাম থেকে
মুম্বাইয়ে মিমি চক্রবর্তী
ভোগের ১৯৯৯ সালের মার্চ মাসের ইস্যু। এখানে নারীর শরীরকে উপস্থাপন করা হয়েছে ভাস্কর্যের মতো করে। এভাবে ছবি তোলাটা নতুন করে আবার ট্রেন্ড হয়ে উঠেছে
আই হার্ট অ্যাওয়ার্ডসের সব পুরস্কার বাড়ি নিয়ে যাচ্ছেন মার্কিন গায়িকা অলিভিয়া রদ্রিগেজ
হুমা কুরেশি এই ছবিটির নাম দিয়েছেন ‘ফ্রি স্পিরিট’
‘ভোগ ইন্ডিয়া’ ফিরছে শিকড়ের সৌন্দর্যের কাছে
আই হার্ট রেডিও মিউজিক অ্যাওয়ার্ডস হাতে জেনিফার লোপেজ
লাল শাড়িতে পদ্ম হাতে ভাবনা। ‘লাল মোরগের ঝুঁটি’ সিনেমায় তাঁর অভিনীত চরিত্রের নাম পদ্ম
সফরের শেষ রাতে জ্যামাইকায় বিশেষ ডিনারে কেট মিডলটন পরেছিলেন ব্রিটিশ ডিজাইনার জেনা প্যাকহামের ডিজাইন করা গাউন। এই অনুষ্ঠানের স্বাগত বক্তব্যেই প্রিন্স উইলিয়াম জ্যামাইকার প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, তিনি জ্যামাইকার দীর্ঘদিনের দাসপ্রথার ইতিহাসের জন্য ‘গভীরভাবে দুঃখিত’
এ কোথায় অস্ট্রেলিয়ান অভিনেতা ক্রিস হেমসওর্থ
আলিয়া ভাট ও শাহীন ভাট
সাকিব আল হাসানকে এভাবেই জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ওয়েডিং ডায়েরি। বুধবার ছিল সাকিবের ৩৫তম জন্মদিন। ছবিতে আরও রয়েছেন সাকিবের স্ত্রী শিশির