বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তাঁর ‘বাবু’ নামক প্রবন্ধে ‘বাবু’দের কিছু বৈশিষ্ট্য তুলে ধরেছিলেন। তিনি বেঁচে থাকলে সাম্প্রতিক কালের বাবুদের আরও যেসব বৈশিষ্ট্য লিখতেন, তা তুলে ধরলেন আহমেদ সবুজ
১. তাঁহারা রাত্রিতে জাগিয়া কাটাইবেন এবং পরদিন দ্বিপ্রহর পর্যন্ত নিদ্রা যাইবেন।
২. তাঁহারা বাংলা ও ইংরেজি মিশ্রণ করিয়া একপ্রকার জগাখিচুড়ি ভাষার সৃষ্টি করিবেন, তাহা বাংরেজি বা বাংলিশ নামে পরিচিতি লাভ করিবে।
৩. তাঁহাদের হাতে ঢাউস আকারের স্মার্টফোন শোভা পাইবে। মস্তক নিচু করিয়া উহার পানে তাকাইয়া থাকিবেন সারাক্ষণ।
৪. অর্থকড়ি থাকা সত্ত্বেও তাঁহারা ছেঁড়া প্যান্ট পরিধান করিবেন।
৫. ফাঁস হওয়া প্রশ্ন দেখিয়া পরীক্ষায় অংশ নিতে বাবুগণ হইবেন সিদ্ধহস্ত।
৬. ফেসবুক পোস্টে এক শত লাইক পাইয়া নিজেকে সেলিব্রিটি ভাবিতে শুরু করিবেন।
৭. সারা রাত মোটিভেশনাল স্পিচ শুনিয়া সারা দিন ঘুমাইবেন, পরদিন মোটিভেট হইয়া আবার মোটিভেশনাল স্পিচ শুনিবেন।