
চশমার বিকল্প হিসেবে আজকাল অনেকেই কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করছেন। আবার চশমা ব্যবহার করেন না যাঁরা, তাঁদের কাছেও কন্ট্যাক্ট লেন্স হয়ে উঠেছে ফ্যাশনের নতুন অনুষঙ্গ। অনেকেই নিতান্ত শখের বশে হঠাৎ কোনো পার্টিতে ব্যবহার করছেন কন্ট্যাক্ট লেন্স।
কার চোখের জন্য কোন ধরনের লেন্স মানানসই হবে, বা আদৌ মানানসই হবে কি না, সেদিকে লক্ষ রাখতে হবে। এ ব্যাপারে পরামর্শ দিয়েছেন হেয়ারোবিক্স ব্রাইডালের রূপবিশেষজ্ঞ তানজিমা শারমিন।
কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে হলে দেখতে হবে তা আপনার ত্বকের সঙ্গে মানানসই কি না। একটু উজ্জ্বল যাঁদের গায়ের রং, তাঁরা ধূসর বা একটু হালকা রঙের লেন্স ব্যবহার করতে পারেন। আর যাঁদের গায়ের রং শ্যামলা-ধরনের, তাঁরা একটু গাঢ় রঙের লেন্স পরতে পারেন। এমন গাঢ় রং হতে পারে হ্যাজেল বা অন্য কোনো রং।
আপনার চোখের আকারের সঙ্গে কন্ট্যাক্ট লেন্সটি মানাবে কি না, তা খেয়াল করতে হবে। যাঁদের চোখ একটু ছোট, তাঁরা চোখ বড় দেখাতে চাইলে কন্ট্যাক্ট লেন্স ব্যবহার করতে পারেন।
লেন্সটি আপনার মেকআপের সঙ্গে মানাচ্ছে কি না, সেটিও লক্ষ রাখতে হবে। হালকা মেকআপের সঙ্গে কন্ট্যাক্ট লেন্স পরলে আপনার সাজটি ভারী দেখাবে।
মেয়াদোত্তীর্ণ লেন্স ব্যবহার করবেন না কখনোই।
মেকআপ করার আগেই কন্ট্যাক্ট লেন্স পরে নেওয়া ভালো।
কন্ট্যাক্ট লেন্স চোখে পরার পর তিন-চার মিনিট চোখ বন্ধ করে রেখে সেই অবস্থায় চোখ কিছুটা ঘোরাতে পারেন। এতে লেন্স ব্যবহার আপনার জন্য সুবিধাজনক হবে।
কন্ট্যাক্ট লেন্সের ব্যবহারবিধি প্রসঙ্গে কথা বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের চক্ষু বিভাগের সহকারী অধ্যাপক এম শীষ রহমান। তিনি বলেন, ‘সাধারণত একটু শক্ত-প্রকৃতির লেন্সগুলো শখ করে পরার জন্য নয়, বরং এগুলো চশমার পরিবর্তে ব্যবহার করার জন্য। অপেক্ষাকৃত নরম ধরনের লেন্সগুলো শখ করে পরা যেতে পারে।’
জেনে নিন কন্ট্যাক্ট লেন্স ব্যবহারকারীদের জন্য তাঁর কিছু পরামর্শ—
লেন্স ব্যবহার করার আগেই জেনে নিন আপনার লেন্সটি কোন ধরনের এবং তা কীভাবে ব্যবহার করতে হয়।
আঙুলের ডগার সাহায্যে কন্ট্যাক্ট লেন্স পরতে হয়। লেন্স কেনার সময়ই বিক্রেতার কাছ থেকে এর ব্যবহারবিধি শিখে নিন। তবে এটি দক্ষতার সঙ্গে ব্যবহার করতে হলে বারবার অভ্যাস করে শিখতে হবে।
একটানা ২৪ ঘণ্টা কখনোই লেন্স পরে থাকা যাবে না। আপনার লেন্সটি একটানা কতক্ষণ ব্যবহার করতে পারবেন, তা জেনে নিন।
লেন্স পরে শোয়া বা ঘুমানো যাবে না কখনোই।
লেন্স অবশ্যই সঠিকভাবে সংরক্ষণ করতে হবে। সঠিক দ্রবণে লেন্স সংরক্ষণ করুন। এটি লেন্সকে পরিষ্কার ও ভেজা রাখবে। শুধু পানিতে রেখে বা দ্রবণ ছাড়া রেখে ব্যবহার করলে তা থেকে চোখে সংক্রমণ হতে পারে।
লেন্স ব্যবহারে অবশ্যই পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে হবে।
কারও যদি কোনো লেন্সে অ্যালার্জি হয়, তবে সেই লেন্স ব্যবহার বন্ধ করে দিতে হবে সঙ্গে সঙ্গেই। লেন্স ব্যবহারে যদি চোখ লাল হয়ে যায়, চোখ থেকে পানি পড়ে, তাহলে বুঝতে হবে সেই লেন্সে আপনার অ্যালার্জি হচ্ছে।
সঠিকভাবে লেন্স না পরলে তা হঠাৎ খুলে যেতে পারে।
লেন্স ব্যবহার সঠিক না হলে তা থেকে চোখে আঘাত পেতে পারেন, আবার তা থেকে চোখে সংক্রমণও হতে পারে।
লেন্স ব্যবহার করার সময় আপনার চোখ ঝাপসা হয়ে এলে অথবা চোখে খুব অস্বস্তিকর অনুভূতি হলে অথবা অন্য যেকোনো সমস্যা হলে চক্ষুবিশেষজ্ঞের পরামর্শ নিন।
কিনতে হলে
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, এলিফ্যান্ট রোড এবং নিউমার্কেটের বিভিন্ন চশমার দোকানে পাবেন কন্ট্যাক্ট লেন্সের খোঁজ। এসব দোকান ঘুরে জানা গেল, ধূসর, নীল, অ্যামেথিস্ট, হ্যাজেল ও বাদামি রঙের লেন্সের চাহিদা বেশি। কেউ কেউ আবার স্বাভাবিক রঙের লেন্সও কিনছেন।
বিভিন্ন ব্র্যান্ডের মধ্যে নোভা ভিশনের অ্যাকুয়াফ্লেক্সি, সিবা ভিশনের ফ্রেশলুক লেন্স চলছে ভালো। এ ছাড়া আইফ্যাশন, আইচয়েস, ইগো ভিশন, জনসন অ্যান্ড জনসনের লেন্সও চলছে।
দরদাম
রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে ব্র্যান্ডভেদে কসমেটিক লেন্স পাবেন এক হাজার ৫০০ থেকে চার হাজার ৫০০ টাকার মধ্যে, আর পাওয়ারসহ লেন্সের দাম পড়বে এক হাজার ৮০০ থেকে পাঁচ হাজার ৫০০ টাকার মধ্যে। আর নিউমার্কেটে কসমেটিক লেন্স পাবেন ৭৫০ থেকে এক হাজার ৫০০ টাকার মধ্যে, পাওয়ারসহ লেন্স পাবেন এক হাজার ২৫০ থেকে তিন হাজার ৫০০ টাকার মধ্যে।