
একটানা দীর্ঘ সময় ধরে কম্পিউটারের বা টিভির মনিটর বা যান্ত্রিক পর্দায় চোখ রাখলে, অপর্যাপ্ত অথবা অতি উজ্জ্বল আলোয় পড়াশোনা করলে অথবা লম্বা সময় গাড়ি চালালে চোখের পেশিগুলো ক্লান্ত হয়ে পড়তে পারে। অনেকক্ষণ ধরে ছোট ছোট অক্ষর পড়লে বা চশমা ছাড়া বেশি সময় ধরে পড়ার কারণেও এ সমস্যা হয়। চিকিৎসাবিজ্ঞানে এ সমস্যার নাম অ্যাসথেনোপিয়া। এর ফলে কপালের দুই পাশে বা মাথার পেছনে ও ঘাড়ে ব্যথা হয়। দৃষ্টি ঝাপসা হতে পারে। চোখে শুষ্কতার অনুভবও হয়।
অ্যাসথেনোপিয়ার কারণে চোখের বড় ধরনের বা দীর্ঘমেয়াদি কোনো ক্ষতি না হলেও এটা অস্বস্তিকর ও কষ্টকর। ফলে মানসিক চাপ বাড়ে, কাজে মনোযোগ কমে যায় অথবা ভুল হয়। চোখের ক্লান্তি দূর করার জন্য কয়েকটি পরামর্শ:
চক্ষু বিভাগ, বারডেম হাসপাতাল