হঠাৎ সবকিছু এলোমেলো হয়ে গেল কেমন করে বুঝতেই পারলাম না। জীবন থেকে তুমি একদিন হারিয়ে যাবে, স্বপ্নেও তা ভাবিনি। তোমার জন্য অনেক কষ্ট হবে, তবু মানতে হবে বাস্তব সত্যকে। তোমার জন্য আর দাঁড়িয়ে থাকা হবে না পথের ধারে। সময়ে-অসময়ে আর দেখা করতে যাওয়া হবে না। গভীর রাত পর্যন্ত আর বার্তা বিনিময় হবে না। হবে না একসঙ্গে পথচলা। এ জীবনে তোমাকে আপন করে আর পাওয়া হবে না। কিছুদিন পরেই তুমি নতুন জীবন শুরু করবে। কিন্তু আমি কী করব? জানি না, হয়তো বা তোমাকে ভুলতে শুরু করব, নিজেকে বদলাতে শুরু করব, নিজেকে আবার গুছিয়ে নিতে চেষ্টা করব। তোমাকেও কষ্ট দিতে চেয়েছিলাম, কিন্তু বিশ্বাস করো তোমার ওই মুখটা মনে পড়লে আমি আজও এলোমেলো হয়ে যাই। জানি না, কেন এমন হয়? হয়তো বা তোমাকে বেশিই ভালোবাসি। তুমি ওখানেই ভালো থেকো, সুখে থেকো।
মো. ইমাম হোসেন
মাগুরা