Thank you for trying Sticky AMP!!

নোটিশ বোর্ড

প্রতিযোগিতা

কুমারিকা মিস ন্যাচারাল ২০১৬

আবারও শুরু হয়েছে ‘কুমারিকা মিস ন্যাচারাল ২০১৬’ প্রতিযোগিতা। ২০১৩ সাল থেকে অনলাইনভিত্তিক এই সুন্দরী প্রতিযোগিতার আয়োজন করে আসছে তেলের ব্র্যান্ড কুমারিকা। কমপক্ষে ১৮ বছর বয়সী মেয়েরা এ প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। ২৭ নভেম্বর পর্যন্ত প্রতিযোগিতার জন্য ছবি পাঠানো যাবে।

প্রাথমিক পর্বে সারা দেশ থেকে পাঠানো ছবির মধ্য থেকে অনলাইন লাইকের মাধ্যমে প্রথম ৫০০ জনকে নির্বাচিত করা হবে। সেখান থেকে বিচারকদের দেওয়া নম্বর ও ভোটের ভিত্তিতে ১০০ জন প্রতিযোগীকে বাছাই করা হবে। এই ১০০ জন প্রতিযোগী সাক্ষাৎকারের জন্য বিচারকমণ্ডলীর মুখোমুখি হবেন। প্রাপ্ত ভোট ও বিচারকমণ্ডলীর দেওয়া নম্বরের ভিত্তিতে নানা পর্ব পেরিয়ে এবারের বিজয়ী এবং দুজন রানার আপ নির্বাচন করা হবে। মিস কুমারিকা ন্যাচারাল বিজয়ী পাবেন ভালোবাসা দিবসে প্রচারিত টিভি নাটকে অভিনয়ের সুযোগ। নিবন্ধনের ঠিকানা: kumarikamissnatural.com

তরুণ কারুশিল্পী প্রতিযোগিতা

বাংলাদেশ জাতীয় কারুশিল্প পরিষদ ২০১৬ সালের তরুণ কারুশিল্পী প্রতিযোগিতা শুরু করতে যাচ্ছে। এবার টেরাকোটা ও পোড়ামাটির পাত্র বিষয়ের ওপর পুরস্কার দেওয়া হবে। বয়স ৩৫ বছরের নিচে এমন যে কেউ এতে অংশ নিতে পারবেন। আগামী ২০ ডিসেম্বরের মধ্যে যেকোনো তরুণ মৃৎশিল্পীকে নিজের সেরা তিনটি কাজ, কাজের অভিজ্ঞতাসহ জীবনবৃত্তান্ত, দুই কপি পাসপোর্ট আকারের রঙিন ছবি, জাতীয় পরিচয়পত্র, স্থানীয় চেয়ারম্যান বা ওয়ার্ড কাউন্সিলের সনদসহ জমা দিতে হবে।

কাজ জমা দেওয়ার ঠিকানা: টাঙ্গাইল শাড়ি কুটির, ১৪৩/১ নিউ বেইলি রোড, ঢাকা-১০০০।

রান্না প্রতিযোগিতা

আগামী ৪ ডিসেম্বর বাংলাদেশের ঐতিহ্যবাহী খাবার পিঠা নিয়ে প্রতিযোগিতার আয়োজন করেছে কুকিং অ্যাসোসিয়েশন। পিঠা রান্না প্রতিযোগিতা শিরোনামের এই আয়োজনে অংশ নেওয়া যাবে ৫০০ টাকায় নিবন্ধনের মাধ্যমে। ফরম জমা দেওয়ার শেষ তারিখ ৩০ নভেম্বর। যোগাযোগ: ০১৭১৫০২৬৮০১

.

ইজির নতুন শোরুম
এবার নারায়ণগঞ্জে যাত্রা শুরু করল ফ্যাশন হাউস ইজি। এটি ফ্যাশন হাউস ইজির ২৫তম শাখা। ঠিকানা: জামান টাওয়ার (২য় তলা), বঙ্গবন্ধু রোড, চাষাড়া, নারায়ণগঞ্জ। উদ্বোধন করেন ক্রিকেটার আশরাফুল। ইজি ফ্যাশনের চেয়ারম্যান আছাদ চৌধুরী বলেন, ‘আমাদের ইচ্ছা আছে সারা দেশে ইজিকে ছড়িয়ে দেওয়া। ঢাকার বাইরে খুব শিগগিরই নতুন আরও কয়েকটি শাখা উদ্বোধন করা হবে।’
ভারতীয় খাবারের উৎসব
২১ নভেম্বর থেকে হোটেল দ্য ওয়েস্টিন ঢাকায় শুরু হয়েছে ভারতীয় খাবারের উৎসব সোয়াদিস্ট ইন্ডিয়া। এখানে ভারতের বিভিন্ন প্রদেশের ভিন্ন ভিন্ন স্বাদের খাবার পরিবেশন করা হবে৷ ১৯ নভেম্বর ওয়েস্টিনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেওয়া হয়৷ উৎসব শেষ হবে ২৭ নভেম্বর৷

.

নতুন উদ্যোগ
রঙ বাংলাদেশ এবার শিশুদের জন্য চালু করতে যাচ্ছে নতুন সংগ্রহ। ‘রঙ জুনিয়র’ নামে এই সহ-ব্র্যান্ড চালু হবে ২৩ নভম্বর থেকে। রঙ বাংলাদেশের সব শাখায় এসব পোশাকের আলাদা একটি কর্নার থাকবে। ৪ থেকে ১২ বছরের শিশুদের পোশাক পাওয়া যাবে এখানে।
শীতকালীন মেলা
সাতকাহন ইভেন্টোর আয়োজনে মহাখালীর ডিওএইচএসের রাওয়া কনভেনশন হলে আয়োজন করা হয়েছে নারী উদ্যোক্তাদের নানা পণ্যের শীতকালীন প্রদর্শনী। ৩১ জন নারী উদ্যোক্তা পোশাক, গয়না, প্রসাধন, পাটপণ্য, বেডকভারসহ গৃহসজ্জার নানা সামগ্রী দেখাবেন এই প্রদর্শনীতে। এই প্রদর্শনী চলবে ২৩ নভেম্বর পর্যন্ত। শুরু হয়েছে ২১ নভেম্বর। 

নবান্ন উৎসব

৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর রাজধানীর ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চলবে ‘প্রাণ চিনিগুড়া চাল নবান্ন উত্সব ১৪২৩’। সকাল ছয়টা থেকে রাত আটটা পর্যন্ত এই উৎসবে থাকছে নবান্নের নাচ, গান, পুতুল নাচ, নাগরদোলা, পুঁথি পাঠ, বায়োস্কোপ, গাজীর কিস্‌সা, পালকি, লাঠিখেলা, বানরখেলা, সাপখেলাসহ নানা আয়োজন। পাশাপাশি প্রায় ৮০ ধরনের পিঠা পাওয়া যাবে এখানে। এ উৎ​সবের আয়োজক শোবিজ এন্টারটেইনমেন্ট।