শহরের নানা ধরনের আয়োজনের খোঁজখবর রইল নোটিশ বোর্ডে
বিয়েবাড়ির খাবার নিয়ে বিশেষ আয়োজন করেছে ঢাকার মাচান রেস্তোরাঁ। ‘বিয়েবাড়ির ভোজ’ নামে খাবারের এ আয়োজন থাকবে ১১ ডিসেম্বর শুক্রবার বেলা ২টা থেকে রাত ১২টা পর্যন্ত। এতে কাচ্চি, শামি কাবাব, পোলাও, বিফ রেজালা, চিকেন রোস্ট, জর্দা ও বোরহানি থাকবে। স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব বজায় রাখতে প্রতি ঘণ্টায় থাকছে একসঙ্গে ৪০ জনের খাবারের ব্যবস্থা।
ঠিকানা: খ-৬৬/৫ শাহজাদপুর, গুলশান লেক ড্রাইভ রোড, ঢাকা।
ফোন: ০১৩১১৩৩৯১৪০।
বিজয় দিবস উপলক্ষে ফ্যাশন হাউজগুলো এনেছে নতুন পোশাক। তারই এক ঝলক এখানে...