প্রথমবারের মতো মেয়েরাও ঢাকা কলেজের ক্লাস করতে পারছে

কলেজের প্রথম বর্ষ শিক্ষার্থীদের জীবনে খুব গুরুত্বপূর্ণ একটা সময়। নতুন পরিবেশ, নতুন বন্ধুদের সঙ্গে খাপ খাইয়ে নেওয়া; সেই সঙ্গে একটু একটু করে নিজের দায়িত্ব নিতে শেখা—এই দীক্ষা তো কলেজজীবনেই শুরু হয়। ২০২০ সালে যারা উচ্চমাধ্যমিকে ভর্তি হয়েছে, কলেজে না গিয়েই কেটে যাচ্ছে তাদের কলেজজীবন। ঢাকা কলেজের একাদশ শ্রেণির ছাত্র মোহাম্মাদ উল্লাহ জাফরী লিখেছে তার অভিজ্ঞতা।

মোহাম্মাদ উল্লাহ জাফরী
মোহাম্মাদ উল্লাহ জাফরী

বছর তিনেক আগে ‘স্কুলজীবনের প্রথম দিন’ নিয়ে একটা অনুচ্ছেদ লিখতে হয়েছিল। কিছুটা স্মৃতি থেকে, আর অনেকখানি বানিয়ে লিখেছিলাম। তখন ঠিক করেছিলাম, কলেজজীবনের প্রথম দিনের কথা ডায়েরিতে লিখে রাখব। কলেজের প্রথম ক্লাসটা যে বাসায় বসে করতে হবে, তখন কি আর জানতাম!

ভর্তি কার্যক্রম শেষে অক্টোবর মাসে শুরু হলো অনলাইন ক্লাস। ঢাকা কলেজে ক্লাসগুলো ফেসবুক পেজের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়। প্রত্যন্ত অঞ্চলের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরাও যেন দেশসেরা শিক্ষকদের পাঠদান দেখতে পারে, সে জন্যই এই ব্যবস্থা। উন্মুক্ত এই পদ্ধতির ফলে প্রথমবারের মতো মেয়েরাও ঢাকা কলেজের ক্লাস করতে পারছে। অন্য কলেজের অনেক শিক্ষার্থীও কখনো কখনো কমেন্টের ঘরে জানায়, এই সুবিধার ফলে তাদের অনেক উপকার হচ্ছে।

হাত তুলে ‘প্রেজেন্ট প্লিজ’ বলার সুযোগ আমাদের হয় না। আমরা মন্তব্যের ঘরে নিজেদের উপস্থিতি জানান দিই। ক্লাস চলাকালে শিক্ষকেরা বিভিন্ন প্রশ্ন করেন। সেসবের উত্তরও আমরা মন্তব্যে জানিয়ে দিই। মন্তব্য পড়ে তাঁরা যখন সঠিক উত্তরদাতাদের নাম বলেন, তখন উচ্ছ্বাস বেড়ে যায় বহুগুণে। সেই সঙ্গে বাড়ে আফসোসও। ব্যাপারটা যদি ক্লাসরুমে ঘটত!

পড়াশোনা অনলাইনে হওয়ার সুবাদে এখন এমন সব ঘটনাও ঘটে, যেগুলো অফলাইনে ছিল অসম্ভব। এই যেমন পরীক্ষার আগের দিন চাইলেই নির্ধারিত বিষয়ের লেকচার শুনে নেওয়া যাচ্ছে। কলেজের ইউটিউব চ্যানেলেও ক্লাসগুলো আপলোড করা হয়।

আমি কলেজের বিতর্ক সংগঠনের সদস্য। কয়েক দিন আগে বিটিভির বিতর্ক প্রতিযোগিতায় অংশ নিয়েছিলাম। সেই সুবাদে এত দিনেও কলেজের পোশাক গায়ে চাপাতে না পারার আক্ষেপ ঘুচেছিল। মনোগ্রাম সংগ্রহের জন্য কলেজে গিয়েছি। নান্দনিক ক্যাম্পাস দেখে একদিকে যেমন মুগ্ধ হয়েছিলাম, অন্যদিকে নিয়মিত আসতে না পারায় হয়েছিল মন খারাপ।

করোনাকালে আর কিছু শেখা হোক বা না হোক, আমরা মেনে নেওয়া এবং মানিয়ে নেওয়া শিখেছি। আর জেনেছি, অপেক্ষা কত দীর্ঘ হতে পারে। এখনো মনেপ্রাণে অপেক্ষায় আছি, একদিন সত্যিই ‘কলেজের প্রথম দিন’ নিয়ে লিখব।

প্রিয় শিক্ষার্থী, স্বপ্ন নিয়েতে লেখা পাঠাতে পারেন আপনিও। ইমেইল: swapno@prothomalo.com। এ ছাড়া যোগাযোগ করতে পারেন স্বপ্ন নিয়ের ফেসবুক পেজে