বিচিত্র দিবস

প্রিয় বিড়ালকে জড়িয়ে ধরুন

বাঘের মাসি বিড়াল। চলাফেরায়, আচার-আচরণে রাজকীয় ভাব। জীবনযাপনে কেতাদুরস্ত ও আরামপ্রিয়। আলস্য উদ্‌যাপনে রীতিমতো অপ্রতিদ্বন্দ্বী। কেবল তা-ই নয়, দারুণ ঈর্ষাকাতর ও অভিমানী প্রাণী এই বিড়াল। আদরযত্নে একটু কমতি টের পেলে মান করে। সে যাই হোক, বিড়াল যে অত্যন্ত উপকারী প্রাণী, এ নিয়ে কিন্তু কোনো সংশয় নেই। ইঁদুরের হাত থেকে ফসল বাঁচায় বলে কৃষকের বন্ধু হিসেবে বিড়ালের কদর প্রাচীনকাল থেকেই। আর ঘরবাড়ি ইঁদুরের উৎপাত থেকে মুক্ত রাখে বলে পরিবারের সদস্যের মতোই আলাদা মূল্য পেয়ে থাকে। এদিকে শখের পোষা প্রাণী হিসেবে তো বিড়াল সারা বিশ্বে সমাদৃত। একাকিত্বের সঙ্গী হিসেবে বিড়ালের মতো বন্ধু আর হয় না। মানসিক স্বাস্থ্যের জন্যও বিড়ালের সঙ্গ খুবই উপকারী।

একাকিত্বের সঙ্গী হিসেবে বিড়ালের মতো বন্ধু আর হয় না
ছবি: সংগৃহীত

আজ ৪ জুন, প্রিয় বিড়ালকে জড়িয়ে ধরার দিন। যুক্তরাষ্ট্রে দিবসটি প্রতিবছর পালিত হয়। তবে কবে কীভাবে এর যাত্রা শুরু, তা জানা যায় না। যে যাই হোক, বিড়ালপ্রেমীরা কিন্তু আজকের দিনটি বিশেষভাবে উদ্‌যাপন করতে পারেন। একটু আলাদা ভালোবাসা দেখাতে পারেন আপনার পোষা বিড়ালের প্রতি। আদুরে, অভিমানী ও উপকারী প্রিয় বন্ধুটিকে জড়িয়ে ধরার ছবি পোস্ট করতে পারেন সামাজিক যোগাযোগমাধ্যমে।

ডেজ অব দ্য ইয়ার অবলম্বনে