ফরাসি আলোকচিত্রীর ক্যামেরায় মুক্তিযুদ্ধের ১০টি দুর্লভ ছবি

ট্রাকে একজন মুক্তিযোদ্ধার পাশে অ্যান ডি হেনিং, ৮ এপ্রিল ১৯৭১
ট্রাকে একজন মুক্তিযোদ্ধার পাশে অ্যান ডি হেনিং, ৮ এপ্রিল ১৯৭১

নেপালে বসেই খবরটা পান অ্যান ডি হেনিং। জানলেন, নিরীহ বাঙালির ওপর নারকীয় হত্যাযজ্ঞ চালিয়েছে পাকিস্তানি সৈন্যরা। দ্রুত কলকাতায় চলে এলেন ফরাসি এ আলোকচিত্রী। সেখানে তিন সহকর্মী আলোকচিত্রী মিশেল লেন্ট, অ্যাসোসিয়েট প্রেসের (এপি) সংবাদদাতা ডেনিস নিল্ড এবং কলম্বিয়া ব্রডকাস্টিং সিস্টেম (সিবিএস) সংবাদদাতা প্যাট্রিক ফরেস্টের সঙ্গে দেখা করলেন। তারপর তাঁরা সীমান্ত পেরিয়ে প্রবেশ করলেন তৎকালীন পূর্ব পাকিস্তানে।

কুষ্টিয়ার বিভিন্ন এলাকায় ঘুরলেন পাঁচ দিন। দেখলেন সাধারণ মানুষের যুদ্ধের প্রস্তুতি, নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িছাড়া মানুষের ঢল, পাকিস্তানি হানাদার বাহিনীর ধ্বংসযজ্ঞ। সেসবই নিজের ক্যামেরায় ধারণ করলেন তরুণ এ আলোকচিত্রী।

মুক্তিযুদ্ধের সময় শুধু নয়, পরে সদ্য স্বাধীন বাংলাদেশেও এসেছিলেন অ্যান ডি হেনিং। তুলেছিলেন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বেশ কিছু ছবি, যা এখন ইতিহাসের অনন্য দলিল।

অ্যান ডি হেনিংয়ের দুর্লভ সেসব ছবি নিয়েই প্রদর্শনীর আয়োজন করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন (সিআরআই) ও সামদানী আর্ট ফাউন্ডেশন। প্রদর্শিত হচ্ছে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালার ৪ নম্বর গ্যালারিতে। ‘উইটনেসিং হিস্ট্রি ইন দ্য মেকিং: ফোটোগ্রাফস বাই অ্যান ডি হেনিং’ নামের আলোকচিত্র প্রদর্শনীটি চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

১/১০

বাংলার মুক্তিকামী মানুষের সঙ্গে অ্যান ডি হেনিংয়ের সেলফি, ১৯৭১

২/১০

কুষ্টিয়ার সড়কে টহল দিচ্ছেন মুক্তিবাহিনীর সদস্যরা, ৮ এপ্রিল ১৯৭১

৩/১০

পাকিস্তানি বাহিনীর ছোড়া গোলায় কুষ্টিয়া শহরের ক্ষতিগ্রস্ত একটি ভবন, ৮ এপ্রিল ১৯৭১

৪/১০

রাজবাড়ীর পাংশায় কালো পতাকা নিয়ে প্রতিবাদ, ৯ এপ্রিল ১৯৭১

৫/১০

অ্যান ডি হেনিংকে বাংলাদেশের পতাকা দেখাচ্ছেন কয়েকজন সাধারণ মানুষ। ৮ এপ্রিল ১৯৭১

৬/১০

কুষ্টিয়ার কুমারখালীতে নিরাপদ আশ্রয়ের আশায় একটি পরিবার, পেছনে বন্দুক কাঁধে দুজন মুক্তিযোদ্ধা। ৯ এপ্রিল ১৯৭১

৭/১০

মায়ের হাতে হাঁস, ছেলের হাতে রেডিও। তাঁরাও উঠবেন শরণার্থী বহনকারী ট্রেনে। কুমারখালী, কুষ্টিয়া, ৯ এপ্রিল ১৯৭১

৮/১০

নিরাপদ আশ্রয় পেতে ঘোড়ার গাড়িতে পালাচ্ছে একটি পরিবার, ৯ এপ্রিল ১৯৭১

৯/১০

ভারত সীমান্তে মুক্তিবাহিনীর ঘাঁটি, ৭ এপ্রিল ১৯৭১

১০/১০

রাইফেল কাঁধে এক মুক্তিযোদ্ধা, কুষ্টিয়া, ৮ এপ্রিল ১৯৭১