স্বাস্থ্য জিজ্ঞাসা

বারবার পানি খেলেও একটু পরপর পিপাসা লাগে আর মুখের ভেতর থুতু আসে, কী করতে পারি ?

আমার বয়স ১৮। খুব ঘন ঘন মুখের ভেতরটা শুকিয়ে যাচ্ছে। বিশেষ করে দুপুরে খাওয়ার পর থেকে মুখের ভেতর অস্বস্তি শুরু হয়। বারবার পানি খেলেও একটু পরপর পিপাসা লাগে আর মুখের ভেতর থুতু আসে। সমস্যাটি এক মাস আগে শুরু হয়েছে। কী করতে পারি?

মায়াময়ী তাসনিম, ঢাকা

পর্যাপ্ত বিশুদ্ধ তরল পান করলে এই সমস্যা দূর হবে।

পরামর্শ: মুখ শুষ্ক হওয়ার অন্যতম কারণ নির্দিষ্ট কিছু ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়া, লালা গ্রন্থির রোগ, শরীরের কোনো রোগ, মানসিক দুশ্চিন্তা, নাক বা সাইনাসের সমস্যা, মুখ খুলে থাকা, পর্যাপ্ত তরল পান না করা। পর্যাপ্ত বিশুদ্ধ তরল পান, চিনিমুক্ত চুইংগাম চিবানো, লবঙ্গ মুখে রাখা ইত্যাদিতে উপকার পাওয়া যায়। তবে চিকিৎসকের পরামর্শে কারণ নিশ্চিত হয়ে ব্যবস্থা নিলে ভালো।

পরামর্শ দিয়েছে—ডা. আসফুজ্জোহা রাজ, দন্ত চিকিৎসক