Thank you for trying Sticky AMP!!

বিখ্যাতদের বন্ধু-বচন

আজ বন্ধু দিবস। বন্ধু ও বন্ধুত্ব প্রসঙ্গে কী বলেছেন বিশ্বের বিখ্যাতজনেরা?

রবীন্দ্রনাথ ঠাকুর

আমরা সকলেই পৃথিবীতে কাহাকেও না কাহাকেও ভালোবাসি, কিন্তু ভালোবাসিলেও বন্ধু হইবার শক্তি আমাদের সকলের নাই। বন্ধু হইতে গেলে সঙ্গদান করিতে হয়।

রবীন্দ্রনাথ ঠাকুর (১৮৬১–১৯৪১)

নোবেলজয়ী কবি ও লেখক

এ পি জে আবদুল কালাম

একটি খুব ভালো বই এক শ জন ভালো বন্ধুর সমান। কিন্তু একজন খুব ভালো বন্ধু একটা আস্ত লাইব্রেরির সমান।

এ পি জে আবদুল কালাম (১৯৩১–২০১৫)

ভারতের সাবেক রাষ্ট্রপতি ও বিজ্ঞানী

মোহাম্মদ আলী

বন্ধুত্ব এমন একটা বিষয়, যা স্কুলে শেখায় না। কিন্তু তুমি যদি বন্ধুত্বের মানে না জানো, তার মানে তুমি কিছুই শেখোনি।

মোহাম্মদ আলী (১৯৪২–২০১৬)

বিখ্যাত মার্কিন মুষ্টিযোদ্ধা

অপরাহ্ উইনফ্রে

অনেকেই তোমার সঙ্গে লিমোজিনে চড়তে চাইবে। কিন্তু তোমার প্রয়োজন তাঁকে, লিমোজিন ভেঙে গেলে যে তোমার সঙ্গে বাসে চড়বে। 

অপরাহ্ উইনফ্রে (১৯৫৪)

মার্কিন টিভি ব্যক্তিত্ব

জ্যাক মা

আমি মনে হয় খুব বেশি কাজপাগল লোক নই। ছুটির দিনে সব সময় বাসায় আমি বন্ধুদের আমন্ত্রণ জানাই। বাড়ির দরজার কাছে প্রায় ৪০ জোড়া জুতা দেখে প্রতিবেশীরা অবাক হয়ে যায়। 

জ্যাক মা (১৯৬৪)

জে কে রাওলিং

চীনা ব্যবসায়ী, আলীবাবা গ্রুপের সহপ্রতিষ্ঠাতা

শত্রুর মুখোমুখি দাঁড়াতে সাহস লাগে। কিন্তু একই রকম সাহস লাগে বন্ধুর মুখোমুখি দাঁড়াতেও। 

জে কে রাওলিং (১৯৬৫)

ব্রিটিশ লেখক

উইল স্মিথ

তোমার সবচেয়ে ভালো পাঁচজন বন্ধুর দিকে তাকাও। ওরাই আসলে তুমি। এই ‘তুমি’টিকে যদি তোমার পছন্দ না হয়, তাহলে নিশ্চয়ই জানো, তোমার কী করা উচিত। 

উইল স্মিথ (১৯৬৮)

অস্কারজয়ী মার্কিন অভিনেতা