Thank you for trying Sticky AMP!!

বেনারসিপল্লির ঈদ ব্যস্ততা

>গ্রামের নাম ঘোলাগাড়ি। বগুড়ার শেরপুর উপজেলার এই গ্রামকে অনেকে বেনারসি গ্রাম বলে চেনেন। এখানকার শতাধিক পরিবারের প্রধান পেশা বেনারসি শাড়ি তৈরি। ভারতীয় শাড়ির দাপটে এখন বেনারসি শাড়ির দুর্দিন। অনেক কারিগর পেশা বদলও করছেন। বেনারসিপল্লিতে যেসব শাড়ি তৈরি হয়, সেগুলো হলো অ্যালওয়ার, ফেন্সি, কাতান, মিরপুরি বেনারসি। এ নিয়ে এই ছবির গল্প।
শাড়ি তৈরির সুতা ববিনে ভরা হচ্ছে। এই সুতা দিয়ে বাহারি নকশায় বেনারসি শাড়ি তৈরি করা হবে
ঘরে বসে চরকা দিয়ে ববিনে সুতা ভরছেন বেনারসির এক নারী কারিগর
শাড়ি তৈরির কাঁচামাল সুতা ঝোলানো রয়েছে
শাড়ি তৈরির কাজ চলছে
সূক্ষ্মভাবে কাজ করছেন কারিগরেরা
নিজের হাতে তৈরি করা বাহারি নকশার শাড়ি দেখাচ্ছেন এক কারিগর
তৈরি করা বাহারি নকশার শাড়ি দেখাচ্ছেন দুই কারিগর। তৈরি করা বেনারসি শাড়ি ঈদ বাজারে বিক্রি করবেন তাঁরা