ভুল থেকে শিক্ষা

.

কাজে ভালো করতে চাই চর্চা। স্মৃতির সহায়তাও লাগে। আর কাজ করতে গিয়ে নানা রকমের ভুল কেন হয়, তা খতিয়ে দেখার মাধ্যমেও অনেক কিছু শেখা যায়। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এ তথ্য জানিয়েছেন। এ-সংক্রান্ত একটি গবেষণা প্রতিবেদন সায়েন্স এক্সপ্রেস সাময়িকীতে প্রকাশিত হয়েছে। গবেষণাটি করেছেন জন হপকিন্স ইউনিভার্সিটি স্কুল অব মেডিসিনের অধ্যাপক রেজা শাদমেহ্র ও তাঁর সহযোগীরা। তাঁরা বলছেন, ভুলগুলো মানুষের মস্তিষ্ককে কোনো কাজ আরও ভালোভাবে সম্পন্ন করার প্রশিক্ষণ দেয়। পাশাপাশি ভুল থেকে কীভাবে দ্রুত শিক্ষা নেওয়া যায়, মস্তিষ্ক সেটাও শিখে নেয়। তাই একই ভুলের পুনরাবৃত্তি সাধারণত কম হয়। আইএএনএস।