ছবিগুলো দেখে মজা না পেলে ‘মেগাবাইট’ ফেরত! আপনিও এ রকম ছবি তুললে পাঠিয়ে দিন ra@prothom-alo.info এই ঠিকানায়। ছাপা হবে প্রথম আলোয়।
লোহালক্কড়ের এই শুঁয়াপোকাটা ঠোঁটে লিপস্টিক দিচ্ছে নাকি?মা, তোমাকে অ-নে-ক ভালোবাসি!ভেজাবিড়াল আছে, এবার দেখুন বরফ-বিড়াল।হেল্প...হেল্প! আমি উল্টে গেছি!কফির কাপে এটা ব্যাঙ নাকি?এলিয়েনের দখলে বাস!ওহ্, আমাকে নিতে ওরা এসে গেল বোধ হয়।শুকনো হলে কী হবে, এই পাতাটার শক্তি আছে!আমাদের নিয়ে যাও! থাকব নাকো বদ্ধ ঘরে...বাজারে আমার এত দাম, অথচ এরা আমাকে একটা পোশাক-আশাকও দিচ্ছে না।কাজ করতে করতে জীবনটা কয়লা হয়ে গেল।বিড়ালের ডিম পোজ!নড়েছ কী মরেছ!মাফ করে দেন, হাতুড়ি ভাই!এই কাপে আর কত দিন যে থাকতে হবে, ওপরওয়ালাই জানেন!ইশ্, কাপড়চোপড়ের কী গন্ধ!চোখটা বোধ হয় গেল!জুতা...তবে চামড়ার নয়।সংবিধিবদ্ধ সতর্কীকরণ: ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর।মানুষের মাথায় গোবর থাকলে গরুর মাথায় মানুষ থাকবে না কেন?