দরজায় কড়া নাড়ছে উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল। পরীক্ষা বা ফলের মৌসুমে ফেসবুকে হতাশাগ্রস্তদের উৎসাহ জোগাতে বিল গেটস কিংবা মার্ক জাকারবার্গসহ অনেক সফল ব্যক্তির উদাহরণ দিয়ে মোটিভেশনাল স্ট্যাটাস দিতে দেখা যায় অনেককেই। আর নয় কোনো উদাহরণ। স্বয়ং সফলেরাই যদি আমাদের মতো মোটিভেশনাল স্ট্যাটাস লিখতেন, কেমন হতো? ভেবেছেন আরেক হতাশাবাদী রাফি আদনান

Mark Zuckerberg
Wednesday at 9:31 Pm
পরীক্ষার ফল কোনো বিষয় নয়। পরীক্ষা খারাপ হলে তোমরা কেউ ভেবে নিয়ো না জীবন শেষ হয়ে গেছে। মার্ক পাওয়া না-পাওয়া নিয়েও কেউ ভেবো না। মার্কস এমন একটা জিনিস, কেউ পায়, কেউ পায় না, আবার কেউ পেয়েও লুকায়। এই আমাকেই দেখো, পরীক্ষায় মার্কস কম পেতাম বলে বাবা ইচ্ছে করে আমার নামের আগে মার্ক লাগিয়ে দিয়েছিলেন। ইয়ার্কি করে দেওয়া নামটা বন্ধুমহলে ছড়িয়ে পড়ার পর এখন এটাই আমার আসল নাম হয়ে গেছে। আজ আমি ফেসবুক সেলিব্রিটি। আমাকে সবাই চেনে, আমার স্ট্যাটাসে লাখ লাখ লাইক পড়ে, মানুষ আমার পোস্টে কমেন্ট করে চিকন পিনের চার্জার খোঁজে। সুতরাং এ প্লাস পাওয়া না-পাওয়া নিয়ে তোমরা কেউ ফেসবুকে হতাশার স্ট্যাটাস দেবে না, বাস্তবেও হতাশ হবে না।
(বি.দ্র.: গুগল ট্রান্সলেটর ইউজ কইরা এত বড় বাংলা লিখছি,
কেউ ‘হা হা’ দেবেন না)
নাহিদ
অসাধারণ লিখছেন ভাই, পইড়া চোখে জল চলে আসছে।
অ্যাঞ্জেল রাতপরি
উফফ্! ক্যামনে পারো ম্যান?
হুমায়ূন সাধু
ভাই, চিকন পিনের চার্জার হবে?
মন বসে না পড়ার টেবিলে
ভাই রিকু দিয়া ঝুইল্যা আছি, একসেপ্ট করেন না ক্যান?
Bill Gates
Yesterdau at 10:09 AM
পরীক্ষার ফল কখনোই একটি মানুষকে বড় করতে পারে না। বড় হওয়ার সফল অস্ত্র পরীক্ষায় খারাপ করা। বন্ধু জাকারের ফেসবুক স্ট্যাটাস দেখে মনে পড়ল আজ থেকে ২৫ বছর আগের কথা, সেদিন আকাশ খুব কাঁদছিল! বুয়েটের বিবিএ ডিপার্টমেন্টে চান্স না পাওয়ার কারণে বাবা আমাকে বাসা থেকে বের হয়ে যেতে বলেছিলেন। কিন্তু আমি হার মানিনি। আজ আমি দুনিয়ার সবচেয়ে ধনী ব্যক্তি। খবরদার, কেউ হতাশ হবে না, হতাশার স্ট্যাটাস দিলেই জাকারবার্গকে বলে দেব যেন তোমাদের আইডি ডিজঅ্যাবল করে দেয়। জীবন এখানেই শেষ নয়, মনে রেখো।
মুহিত
সুইস ব্যাংকে একটা অ্যাকাউন্ট নাই আবার বড় বড় কথা শোনাইতে আসছে। এগুলারে দিয়া কিচ্ছু হবে না।
অ্যাঞ্জেল মারিয়া
এত ভালো লেখেন কেমনে? শেয়ার দিলাম। <3
রাতুল দ্য গ্যাংস্টার
মেনশন করুন আপনার বন্ধুটিকে, যে হতাশ হবে!
আবেগপ্রবণ ছেলে রাজু
পড়ে চোখে জল চলে এল, ভাই। আপনি বস!
Donald J. Trump
Yesterday at 10:00 AM
অনেক দিন আগের কথা, এইচএসসি পরীক্ষায় এ প্লাস তো দূরের কথা, আমি এ মাইনাসও পাইনি। ভর্তি পরীক্ষায় বাঁশ খাওয়ার স্বপ্নটা তাই স্বপ্নই রয়ে গেল। কারণ, আমি ভর্তি পরীক্ষাই দিতে পারিনি। গার্লফ্রেন্ড বলেছিল, মেডিকেলে চান্স না পেলে ব্রেকআপ! যা হওয়ার তা-ই হলো। জীবনে এত্তগুলা কষ্ট একসঙ্গে এসেছিল, তারপরও আমি হতাশ হইনি। আমি আজ সফল। আজ আমি আবারও আমেরিকাকে গ্রেট বানাচ্ছি। আর গার্লফ্রেন্ডের চলে যাওয়া? ওটা কোনো ব্যাপারই না। সেদিন যদি আমি পরীক্ষায় খারাপ না করতাম, আজ কি মেলানিয়ার মতো বউ পেতাম? সুতরাং খারাপ রেজাল্ট করা মানেই খারাপ ভাগ্য নয়। কবি তো বলেই দিয়েছেন, মেঘ দেখে কেউ করিস নে ভয়, আড়ালে তার ক্ষমতা হাসে!
বারাক ওবামা
কপি পেস্ট করা পোস্ট। নিজ থেকে লিখতে পারো না?
এইচ এম এরশাদ
মাইন্ড ব্লোয়িং বন্ধু! জোশ। ভাল্লাগছে।
মিলন আহমেদ
আপনি আমার আইডল, ভাই। আজ থেকে আপনি আমার গুরু।
মৌন মৃদুল
‘মেঘ দেখে কেউ করিস নে ভয়...’ অস্থির ভাই, অস্থির!