Thank you for trying Sticky AMP!!

সফলদের সম্মাননা

আজকের নারী পুরস্কার হাতে সফল নারীরা এবং অতিথিরা

তৃতীয়বারের মতো এমন আয়োজন করলেন তাঁরা। ৮ মার্চ ‘পারসোনা-স্যাভলন ফ্রিডম আজকের নারী’ পাওয়ার্ড বাই ডাবর ভাটিকা হেয়ার অয়েল সম্মাননা দেওয়া হয়েছে নয়জন কীর্তিমতী নারীকে। ঢাকার এসিআই সেন্টারে আয়োজিত এই অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। তিনি বলেন, ‘নারীর এগিয়ে গেলে সমাজ এগিয়ে যাবে।’
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার। অন্যদের মধ্যে বক্তব্য দেন পারসোনার ব্যবস্থাপনা পরিচালক কানিজ আলমাস খান, এসিআইয়ের নির্বাহী পরিচালক সৈয়দ আলমগীর ও ক্যানভাস–এর নির্বাহী সম্পাদক শেখ সাইফুর রহমান।
এবারের পুরস্কারপ্রাপ্ত ব্যক্তিরা হলেন রোকিয়া আফজাল রহমান (শিল্প), ফেরদৌসী কাদরী (স্বাস্থ্যসেবা), নাসরিন ফাতেমা আউয়াল (উদ্যোক্তা), সাবরিনা ইসলাম (করপোরেট), শারমিন সুলতানা সুমি (সংগীত), শাহীদা আখতার (সমাজসেবা)। ফেরদৌসী মজুমদারকে আজীবন সম্মাননা দেওয়া হয়। এ ছাড়া কুমুদিনী হাসপাতালের কর্মকর্তা বন্দনা সাহাকে ‘ব্রেভ অ্যান্ড বিউটিফুল’ পুরস্কার দেয় ডাবর ভাটিকা।