ভদ্রলোকের এক জবান। আবার ওই ভদ্রলোকই যখন কোনো ফুটবল দলের সমর্থক, তখন তাঁর জবান হয় দুটি। প্রমাণ দিচ্ছেন সোহাইল রহমান আঁকা: সাদমান মুন্তাসির

নিজের দল হারলে
এটা নিতান্তই একটা অ্যাকসিডেন্ট ছিল। আমরা পুরো ম্যাচে কর্তৃত্ব বজায় রেখে খেলেছি। জাস্ট দিনটা আমাদের ছিল না। তবে আমার দল খেলায় হেরে গেলেও ঠিকই সুন্দর ফুটবল দিয়ে হৃদয় জিতে নিয়েছে। আশা করি, সামনে আর এমনটা হবে না। আমরা পরবর্তী ম্যাচ জিতে হেটারদের মুখে ঝাঁটা মারব।
নিজের দল পেনাল্টি মিস করলে
পেনাল্টি মিস খেলারই একটা অংশ। এটা হতেই পারে। বহু বড় বড় খেলোয়াড় তাদের লাইফে পেনাল্টি মিস করেছে। একটা পেনাল্টি মিস দিয়ে কোনো খেলোয়াড়কে বিচার করা ঠিক না। ফুটবলে অন্যতম কঠিন হলো পেনাল্টিতে গোল দেওয়া। এটা একটা মনস্তাত্ত্বিক বিষয়। আর সবাই শুধু পেনাল্টি মিস নিয়েই কথা বলছে, গোলকিপার যে এত অসাধারণ একটা সেভ করল, তা কেউ চোখে দেখল না!
নিজের দল নিয়ে কেউ মজা করলে
ফুটবল সৌন্দর্যের খেলা। মানুষ এইসব ট্রল তৈরি করে খেলার সেই সৌন্দর্য নষ্ট করে। এর মাধ্যমে আমাদের বন্ধুত্ব নষ্ট হচ্ছে। অন্যকে ছোট করে নিজেরা জিতে যাওয়ার এই চেষ্টা খুবই বাজে একটা ব্যাপার। অন্যের ভুল ধরে টাইম নষ্ট না করে ফুটবল উপভোগ করতে শিখুন। আপনাদের কাছে এটা আশা করি নাই। ফালতু পাবলিক ট্রল করে। ব্লক দিলাম।
বিপক্ষ দল হারলে
হে হে, পারে না খেলতে আবার আইছে। যারা বড় বড় কথা বলছিল, তারা এখন কই? এই দল নিয়ে নাকি আবার জিতবে বিশ্বকাপ! লোল। এখনো সময় আছে, ওদের সাপোর্ট ছেড়ে আমাদের দলে এসে পড়েন। নইলে পরে কান্নাকাটি করেও লাভ হবে না।
বিপক্ষ দল পেনাল্টি মিস করলে
পেনাল্টি কোনো ব্যাপার হইল? আমাদের এলাকার পল্টুও তো পেনাল্টিতে গোল দিতে পারবে। আর ওরা সেই পেনাল্টিও মিস করে। আবার দাবি করে তাদের প্লেয়ার বিশ্বসেরা। তাইলে তো এ রকম বিশ্বসেরা সব দলেই দুই-চাইরটা আছে। খেলা না বুঝে সাপোর্ট করলে যা হয় আর কি। আগে আপনাদের সেরা প্লেয়ারকে পেনাল্টিতে গোল দেওয়া শেখান, তারপর আসবেন আমাদের সঙ্গে তর্ক করতে।
বিপক্ষ দল নিয়ে কেউ মজা করলে
সেরা ভাই, সেরা! একদম জায়গামতো দিছেন। আপনার সঙ্গে সহমত ভাই। ওদেরকে ট্রল করাই উচিত। এত দিন আমাদের নিয়ে বহু ট্রল করেছে। আজ আমাদের সময় এসেছে। কোনো ছাড় হবে না। ফুটবলের আসল মজাই তো এটা। কী, এখন খুব জ্বলে, না? আর আমাদের কোমলপানীয় বলবি? আর আমাদের সালোয়ার-কামিজ বলবি? দেখ, এবার কেমন লাগে!