
হিসাবরক্ষণ, ফিন্যান্স ও ব্যবস্থাপনার সমন্বয়ে বিশ্ব স্বীকৃত পেশাগত ডিগ্রি হচ্ছে সিমা (সিআইএমএ)। এটি চার্টার্ড ইনস্টিটিউট অব ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস-এর সংক্ষিপ্ত রূপ। যুক্তরাজ্যভিত্তিক এ শিক্ষা কার্যক্রমে বিশ্বের ১৭৮টি দেশের প্রায় ২ লাখ ৭৮ হাজার শিক্ষার্থী অন্তর্ভুক্ত। বাংলাদেশে আনুষ্ঠানিকভাবে এর যাত্রা শুরু হয়েছে ২০১১ সালে।
সিমার বাংলাদেশ ব্যবস্থাপক জারিফ তামান্না মতিন বলেন, ‘এ বিষয়ে ডিগ্রিধারীরা অল্প সময়ের মধ্যেই একটি প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে আসীন হতে পারে। তাই এ বিষয়ে পড়ে যে কেউ এগিয়ে নিতে পারে নিজের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার স্বপ্ন। বর্তমানে বাংলাদেশে প্রায় ১ হাজার ১০০ শিক্ষার্থী সিমা পড়ছে।’
ভর্তির যোগ্যতা
সিমা ডিগ্রির জন্য দুভাবে শিক্ষার্থী ভর্তি করানো হয়। যাকে প্রতিষ্ঠানটি নাম দিয়েছে স্ট্যান্ডার্ড ও গেটওয়ে অ্যান্টি রুট। এইচএসসি বা এ-লেভেল শেষে অথবা যেকোনো বিষয়ে স্নাতক ডিগ্রিধারীরা স্ট্যান্ডার্ড অ্যান্ট্রি রুটে আবেদন করতে পারেন। এ পর্বে ১৭টি বিষয় সম্পূর্ণ করতে পারলে সিজিএমএ (চার্টার্ড গ্লোবাল ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট) সনদ প্রদান করা হয়। গেটওয়ে রুটের ক্ষেত্রে মাস্টার্স গেটওয়েতে ভর্তির জন্য চাওয়া হয় হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর বা এমবিএ। আর প্রফেশনাল গেটওয়ের ক্ষেত্রে আপনাকে চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বা এসিসিএ উত্তীর্ণ হতে হবে। আবার অভিজ্ঞতা ও কয়েকটি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য বিশেষ সুবিধা দেওয়া হয়।
পাঠ্যসূচি
সিমা ডিগ্রির পাঠ্যসূচি মূলত তিনটি ভিত্তির ওপর সাজানো হয়েছে। এ তিনটি ভিত্তিকে অপারেশন লেভেল, ম্যানেজমেন্ট লেভেল ও স্ট্র্যাটেজিক লেভেলে ভাগ করা হয়েছে। প্রতিটি লেভেলে তিনটি করে বিষয় পড়তে হয়। তবে প্রতি লেভেলের জন্য আলাদা আলাদা সনদ দেওয়া হয়। চূড়ান্ত পর্যায়ে এসে একটি টেস্ট অব প্রফেশনাল কমপিটেনসি অ্যান্ড ম্যানেজমেন্ট পরীক্ষা হয়। এ পর্যায়ে কেস স্টাডি সমাধান করতে হয় ও তিন বছরের কাজের অভিজ্ঞতা চাওয়া হয়ে থাকে। এর পরই একজন শিক্ষার্থী সদস্যপদের জন্য আবেদন করতে পারেন।
খরচ ও সময়
দুটি পর্যায়ের জন্য আলাদা সময়ের প্রয়োজন হয়। যাঁরা স্ট্যান্ডার্ড লেভেল থেকে শুরু করেন, তাঁদের তিন থেকে চার বছর সময় প্রয়োজন হয়। আর গেটওয়ে লেভেলের জন্য প্রয়োজন হয় এক থেকে এক বছর ছয় মাস। পুরো ডিগ্রি সম্পূর্ণ করতে একজন শিক্ষার্থীর খরচ হয় প্রায় ২ লাখ ৫০ হাজার টাকা।
যোগাযোগ
সিমা সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে ও অনলাইনে রেজিস্ট্রেশন করা যাবে প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে (www.cimaglobal.com)। এ ছাড়া আপনি চাইলে সরাসরি অফিসে এসেও জেনে নিতে পারেন আপনার নানা প্রশ্নের উত্তর: আর এম সেন্টার (তৃতীয় তলা), রুম নম্বর-৩০৯, ১০১ গুলশান অ্যাভিনিউ, ঢাকা।
ফোন: ০৯৬৭৮৮৮২৪২৬