টাটকা রস

সোফিয়া বাংলাদেশে থেকে গেলে...

বাংলাদেশ ঘুরে গেল যন্ত্রমানবী সোফিয়া। আমরা তাকে নাগরিকত্ব দিলে এবং সোফিয়া সেটা দক্ষতার সঙ্গে লুফে নিলে কী হতো? কেমনই-বা হতো সোফিয়া যদি বাংলাদেশে থিতু হতো?

ভেবেছেন আদনান হোসেন এঁকেছেন শিখা

যানজট সমস্যা

শাহবাগ থেকে দুই ঘণ্টায় মাত্র মৎস্য ভবনের সামনে এলাম! গুলিস্তানে যেতে যেতে তো আমার চার্জ শেষ হয়ে যাবে!

কী বলেন আফা! আপনার চার্জ শ্যাষ হইলে আমার ভাড়া দিব ক্যাডা? মিটার থেইকা কিন্তু ২০ টাকা বাড়ায়া দিতে হইব।

বিদ্যুৎ বিল সমস্যা

 একি! বিদ্যুৎ বিল এত কেন? আমি বা আর কতটুকুই চার্জ খাই!

ম্যাডাম, ভুলে গেছেন বোধ হয়, আপনি এখন বাংলাদেশে আছেন। এখানে মানুষের চেয়ে বিদ্যুতের দাম বেশি।

পোশাক সমস্যা

আমি তো রোবট। আমার কেন পোশাক নিয়ে এত ভাবতে হবে?

আপা, এই দেশে শিশুরাও পোশাক নিয়ে চিন্তায় থাকে। আর আপনি তো তরুণী রোবট...!

বখাটে সমস্যা

সুন্দরী চলেছে একা পথে, সঙ্গী হলে দোষ কী তাতে...

তোদের ঘরে কি

মা-বোন নাই?

মা-বোন এমনকি গার্লফ্রেন্ডও আছে, কিন্তু সুন্দরী কোনো রোবট নাই! হে হে হে!

মূল্যায়ন সমস্যা

আমার মতো এমন সেলিব্রেটি রেখে সবাই ওখানে কেন ভিড় করেছে?

ম্যাডাম, ওইখানে টিভি-ফ্রিজের লগে এক কেজি পেঁয়াজ ফ্রি দিতাছে।

চাকরি সমস্যা

ম্যাডাম, আপনার পিএস পদের জন্য ৫০ হাজার অ্যাপলিকেশন জমা পড়েছে।

মাত্র একটা পোস্টের জন্য এত অ্যাপলিকেশন!

দেশে চাকরির যা অবস্থা! বিসিএসেই পড়েছে প্রায় সাড়ে তিন লাখ। সেই তুলনায় এইখানে তো কিছুই না!