বাজার ঘুরে

হাতে তৈরি সাবান

হাতে তৈরি সাবানের চাহিদা বাড়ছে। কৃতজ্ঞতা: সোর্স
হাতে তৈরি সাবানের চাহিদা বাড়ছে। কৃতজ্ঞতা: সোর্স

প্রাকৃতিক উপাদানে তৈরি যেকোনো কিছুর চাহিদা একটু বেশিই। সেগুলো যদি হয় হাতে তৈরি, তবে আগ্রহের মাত্রা বেড়ে যায়। প্রতিদিন ব্যবহার করা সাবানের কথাই ধরা যাক। রাসায়নিক উপাদানে যন্ত্রে তৈরি সাবানের বাইরে হাতেও বানানো যায় সাবান। আর সেসবের আবেদন ও উপকারিতাও কম নয়।

উদ্যোগের সূচনা
ভিন্ন ধরনের এ উদ্যোগ নেওয়া হয় ২০০৯ সালে। মেনোনাইট সেন্ট্রাল কমিটি (এমসিসি) বাংলাদেশের অধীনে স্যাকরেড মার্ক এন্টারপ্রাইজের হাত ধরে এর সূচনা। হাতে তৈরি বিভিন্ন সাবানের সঙ্গে এখানে পুনরাবর্তন (রিসাইকেলিং) প্রক্রিয়ায় শাড়ি, কাঁথা, স্কার্ট তৈরি করা হয়। নারীদের ক্ষমতায়ন এবং একই সঙ্গে পরিবেশ সংরক্ষণ—এই দুটো উদ্দেশ্যেই ময়মনসিংহে এমন উদ্যোগের সূচনা। বর্তমানে স্যাকরেড মার্ক এন্টারপ্রাইজ থেকেই হাতে তৈরি সাবান বাজারজাত করা হচ্ছে।

বিভিন্ন ধরনের সাবান
নবজাতক ও শিশুসহ বিভিন্ন বয়সী মানুষের জন্য পাওয়া যাবে হাতে তৈরি নানা রকম সাবান। এগুলোতে ব্যবহার করা হয় বিভিন্ন উপাদান। স্যাকরেড মার্ক এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ইশরাত জাহান বলেন, এ ধরনের সাবানের অন্যতম বৈশিষ্ট্য প্রাকৃতিক উপাদানের ব্যবহার। সাবান ছাড়াও এখানে তৈরি প্রতিটি জিনিস যেমন স্কার্ট, ফেসওয়াশ কিংবা পুনরাবর্তন করা উপাদানের কাঁথা, ব্যাগ কোনোটাতেই রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয় না। এমনকি সাবানের যে প্যাকেট তৈরি হয়, তাতে হাতে তৈরি কাগজ এবং চা-পাতার গুঁড়া থেকে।
লেমন গ্রাস, মধু, হলুদ, কমলা, আদা, নিমপাতা, রিঠা, নারকেল, ল্যাভেন্ডার, দারচিনি এবং চই মসলা—এসব উপাদান দিয়ে তৈরি করা হয় সাবানগুলো। কাঁচামাল সংগ্রহ থেকে দু-তিন ধাপ পেরিয়ে তৈরি হয় বিভিন্ন হাতে তৈরি সাবান।

মুখের ও শরীরের জন্য
নারকেল তেল আপনার ত্বকের দাগ, বলিরেখা দূর করবে। এ ছাড়া অন্যান্য তেল যেমন ক্যাস্টর অয়েল বা জলপাই, সূর্যমুখী ত্বক পরিষ্কার, শুষ্কতা দূর করবে। মধু আপনার ত্বকের কোমলতা ধরে রাখবে।

চুলের সাবান
রিঠা, শিকাকাই, খয়ের ও ইউক্যালিপটাস তেল চুলের খুশকি দূর করে উজ্জ্বলতা ধরে রাখে। এ ছাড়া অনেকের মাথার ত্বকে অ্যালার্জির সমস্যা থাকে। রিঠা ও শিকাকাই এটি দূর করে। আর খদির আপনার চুলের স্বাভাবিক রং ধরে রাখবে।

শিশুদের সাবান
শিশুর ত্বক আমাদের চেয়ে অনেক বেশি সংবেদনশীল। তাই ত্বকের নমনীয়তা যাতে বজায় থাকে সেটি খেয়াল রেখেই বেবি সোপ।

যেখানে পাওয়া যাবে
অরণ্য, যাত্রা, আসাদ গেটের সোরস, প্রকৃতি, মডার্ন হারবাল, ফোক ইন্টারন্যাশনালের শোরুমে হ্যান্ড মেড এই সাবানগুলো ইভেন্ট অনুযায়ী পাওয়া যায়। এ ছাড়া এখান থেকেই কিনতে পারেন এই সাবান। সাধারণত স্যাকরেড মার্ক এন্টারপ্রাইজ থেকেই বাজারজাত করা হয় এই সাবান।

সাবান তৈরির প্রক্রিয়া
তিনটি ধাপে তৈরি হয় এই সাবান। মূলত ঠান্ডা প্রক্রিয়ায় তৈরি হয় এই সাবান। এর অন্যতম কারণ হলো যাতে সাবানে ব্যবহৃত প্রতিটি উপাদান বজায় থাকে। এতে ব্যবহৃত গ্লিসারিন সাধারণত সাবানের ভেতরেই দেওয়া থাকে। ফলে ত্বকের কোমলতা বজায় থাকে। হাতে তৈরি সাবান তৈরি করতে সময় লাগে ২১ দিন।

শুধু সাবানই নয়
সাবান ছাড়াও রয়েছে হাতে তৈরি ফেসওয়াশ, শ্যাম্পু, বডিওয়াশ। এগুলো পাওয়া যায় চারকোনা বার হিসেবে।

দরদাম
একটি সাবানের দাম পড়বে ১০০ থেকে ২০০ টাকা। চাইলে বক্স হিসেবেও কিনতে পারেন। দাম পড়বে ৫০০ টাকার ভেতরে।

ত্বকের যত্নে
স্যাকরেড মার্ক এন্টারপ্রাইজের ব্যবস্থাপক ইশরাত জাহান দীপা বলেন, যেহেতু সাবানগুলোয় বিভিন্ন উপাদান ব্যবহার করা হয়, তাই প্রতিটি উপাদানের গুণাগুণ অনেক। সব ধরনের ত্বকের জন্যই আপনি এটি ব্যবহার করতে পারেন। কেননা পুরোটাই তৈরি প্রাকৃতিক উপাদান দিয়ে।