
বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা সাবিরুল ইসলাম ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি নিয়ে আবার এসেছেন বাংলাদেশে। তাঁর কথায় রয়েছে জাদু, আর সে জাদুতে মন্ত্রমুগ্ধের মতো মোহিত হন হাজারো তরুণ। উদ্যোক্তা হতে আগ্রহী তরুণদের বাধা ডিঙানোর পথ বাতলে দেন তিনি। দেশ থেকে দেশে, মহাদেশ থেকে মহাদেশে তরুণদের উদ্বুদ্ধ করে চলেছেন বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ তরুণ উদ্যোক্তা, লেখক ও বক্তা সাবিরুল ইসলাম।
ঠিক এক বছরের ব্যবধান। সেপ্টেম্বর ২০১৩ থেকে সেপ্টেম্বর ২০১৪। ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি নিয়ে সাবিরুল আবার ফিরে এলেন বাংলাদেশে। সাবিরুল জানান, ‘তিন বছর ধরে ২৬ টি দেশ ঘুরে, ৭৫ টি আন্তর্জাতিক ভ্রমণ শেষে এবং ৮৫০ টি অনুষ্ঠানে অংশ নিয়ে ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কর্মসূচি শেষ পর্যায়ে এসে পৌছেছে। আশা করি ১৬ সেপ্টেম্বর প্রথম আলো আয়োজিত অনুষ্ঠানের মাধ্যমে ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’ কার্যক্রম ওয়ান মিলিয়ন অর্থাৎ ১০ লাখ মাইলফলক স্পর্শ করবে।’
সফল হতে কী করণীয়? এ প্রশ্নের উত্তরে সাবিরুল পাঁচটি বিষয়কে গুরুত্ব দিতে বলেন। এগুলো হচ্ছে: ১. আত্মবিশ্বাস: নিজের সিদ্ধান্ত নিয়ে বিশ্বাসী থাকা এবং যে কোনো পরিস্থিতিতে এই মনোভাব ধরে রাখা যে আমি পারবই।
২. আনন্দের সঙ্গে কাজ করা: প্রতিদিন সকালে হাসিমুখে ঘুম থেকে ওঠা এবং আনন্দের সঙ্গে প্রতিটি কাজ করাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
৩. দূরদৃষ্টি: নিজের পথচলা নিয়ে দূরদৃষ্টি থাকতে হবে। ১০ বছর পর একজন নিজেকে কোথায় দেখতে চান, তঁার উচিত এখনই সে লক্ষ্য নির্ধারন করা এবং সেভাবেই কাজ করা।
৪. সহজ কর্মপরিকল্পনা: প্রতিদিনই নিজের কোনো পরিকল্পনা থাকতে হবে এবং সেটাকে বাস্তবে রূপ দিতে কাজ করতে হবে। নিজের পূর্বনির্ধারিত লক্ষ্য যেমন হবে, কর্মপরিকল্পনাও ঠিক সেভাবেই হাতে নিতে হবে।
৫. নেটওয়ার্কিং: সবচেয়ে জরুরি হচ্ছে নেটওয়ার্কিং। শুধু দেশের মানুষের সঙ্গেই নয়, সারা পৃথিবীর মানুষের সঙ্গে যোগাযোগের নেটওয়ার্ক গড়ে তুলতে হবে। সাহায্য চাইতে দ্বিধায় ভোগাটা অনেকের স্বপ্নকে থমকে দিতে পারে। তাই আমি সবাইকে বলি, আপনার জন্য সাহায্য ও সুযোগ অপেক্ষা করছে, শুধু সঠিক জায়গায় গিয়ে সেটাকে খুঁজে নিন।
২৬ আগস্ট থেকে সাবিরুল চষে বেড়াচ্ছেন দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে—ঢাকা, ব্রাহ্মণবাড়িয়া, সিলেট, খুলনা, রংপুর, রাজশাহী ও চট্টগ্রামের বিভিন্ন প্রতিষ্ঠান। এর মধ্যে যে সব শিক্ষাপ্রতিষ্ঠানে তরুণদের উদ্বুদ্ধ করতে তিনি বক্তব্য রেখেছেন তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে গাজীপুরের ইসলামিক ইন্সটিটিউট অব টেকনোলজি (আইইউটি), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এআইইউবি), ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস (ইউল্যাব), ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এ ছাড়া তরুণ পেশাজীবী ও তরুণ উদ্যোক্তাদের সঙ্গে তিনি কথা বলেছেন বিভিন্ন অনুষ্ঠানে।
সাবিরুল বলেন,‘রোটারি ক্লাব অব রেডিয়েন্টের প্রেসিডেন্ট মোস্তাফিজুর রহমান সোহেল ও তাঁর দলের কর্মীদের ঐকান্তিক চেষ্টায় ‘ইন্সপায়ার ওয়ান মিলিয়ন’–এর শেষ পর্ব সফলভাবে পরিচালিত হচ্ছে। এ ছাড়া এ কর্মসূচি সফল করতে যে সব প্রতিষ্ঠান ও ব্যক্তি বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন, তাদের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।’
প্রথম আলোয় আসছেন সাবিরুল
অনলাইনে নিবন্ধন করে প্রথম আলো আয়োজিত সাবিরুল ইসলামের অনুষ্ঠানে যে কেউ অংশ নিতে পারবেন। নিবন্ধনের ঠিকানা: (www.prothom-alo.com/sabirul-inspiration-speech)
অনুষ্ঠানের স্থান ও সময়: বিকাল ৬টা–৮টা, ১৬ সেপ্টেম্বর,
সিএ ভবন মিলনায়তন (১০ তলা), কারওয়ানবাজার, ঢাকা।