Thank you for trying Sticky AMP!!

৭৫ হাজার টাকার ফোনে যা থাকবে

ফোন নকশা: শামীম আহমেদ

ডিশ অ্যানটেনা

মন্ত্রী-আমলারা কাজ করেই সময় পান না, টিভি দেখবেন কখন? তাই এই ফোনে টিভি দেখার জন্য থাকবে ন্যানো ডিশ অ্যানটেনা।

টকিং টম ভিআইপি ভার্সন

এই স্পেশাল টকিং টম অ্যাপ চালু করলেই টম বিড়াল স্ক্রিনে এসে শেখাবে কোন ইস্যুতে, কীভাবে, কোন অ্যাঙ্গেলে কথা বলতে হয়।

স্পেশাল স্ট্রিট ভিউ

মন্ত্রী-আমলাদের সময়ের দাম অনেক। তাই রাস্তায় নামলে এই অ্যাপটি রং সাইড চিনতে সাহায্য করবে, যাতে সহজে চলাচল করা যায়।

এসি

মন্ত্রী-আমলারা এসির বাতাস খেতে অভ্যস্ত। মাঝেমধ্যে তাঁদের যত্রতত্র যেতে হয়। তাই এই ফোন মুখের সামনে ধরলে বের হবে এসির হাওয়া।

প্রেশার ডিটেক্টর

 ব্লাড প্রেশার কিংবা সুগার বেড়ে গেলে ফোন ভাঁজ করে হাতে দিলে প্রেশার এবং সুগার লেভেল জানা যাবে।

কফি মেকার

সময়ে-অসময়ে চা-কফি খেতে ইচ্ছে করলে ফোনটা কাপের মতো করে মুখে ধরলেই ধোঁয়া ওঠা কফি বের হবে।

ডিএসএলআর ক্যামেরা মন্ত্রী-আমলাদের জন্য কম মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা যথেষ্ট নয়। সেলফি তোলার এই ফোনে থাকবে ডিএসএলআর ক্যামেরা।

ফাইল ডিটেক্টর

মন্ত্রী-আমলাদের অনেক কাজ। তাই প্রয়োজনীয় ফাইল কোথায় রাখেন, তা ভুলে যান। ফাইল ডিটেক্টর টেবিলের চিপাচাপা থেকে ফাইল খুঁজে দেবে।

স্পেশাল অ্যালার্ম

পাঁচ বছর পর পর মন্ত্রী-উপমন্ত্রীরা যেন নিজ এলাকায় যাওয়ার ব্যাপারটা ভুলে না যান, সে জন্য এই ফোনে থাকবে স্পেশাল অ্যালার্ম।

ওজন মাপার যন্ত্র

 কাজে ব্যস্ত থাকায় ওজন মাপতে পারেন না তাঁরা। নতুন ফোনে থাকবে ওজন মাপার সুব্যবস্থা। ফোনের ওপর দাঁড়ালেই ডিসপ্লেতে ওজন দেখা যাবে।

অজুহাত ফাইন্ডার

দুষ্টু সাংবাদিকেরা কোনো ইস্যুতে প্রশ্ন করে বিপাকে ফেললে অজুহাত ফাইন্ডার অ্যাপ করে দেবে মুশকিল আসান।

বিছানা

কাজের ক্লান্তিতে শুয়ে একটু গড়াগড়ি দিতে চাইলে ফোনটাকে রাবারের মতো টেনে বিছানা বানানো যাবে।