বিশ্বকাপের ৫ ‘বুড়ো’ খেলোয়াড়

বয়স ৩০ পেরিয়ে গেলেই সাধারণত অবসর-ভাবনা শুরু করে দেন ফুটবলাররা। কিন্তু বিশ্বকাপের ইতিহাসে এমন খেলোয়াড়ও আছেন, যিনি ৪৫ বছরে মাঠে নেমেছেন। এখানে রইল ফুটবল বিশ্বকাপের বয়স্ক পাঁচ খেলোয়াড়ের কথা :

এসাম এল হাদারি
ছবি: সংগৃহীত

১. এসাম এল হাদারি, মিসর

ফুটবল বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের নামটি মিসরের গোলকিপার এসাম এল হাদারির। ২০১৮ বিশ্বকাপে ৪৫ বছর বয়সে মাঠে নেমেছিলেন হাদারি।

ফারিদ মন্দ্রাগন

২. ফারিদ মন্দ্রাগন, কলম্বিয়া

এসাম এল হাদারির আগে কলম্বিয়ার ফারিদ মন্দ্রাগনের দখলে ছিল বিশ্বকাপে সবচেয়ে বয়স্ক খেলোয়াড়ের রেকর্ড। ২০১৪ বিশ্বকাপে তিনি ৪৩ বছর বয়সে খেলেছিলেন।

রজার মিলা

৩. রজার মিলা, ক্যামেরুন

৪২ বছর বয়সে ১৯৯৪ সালের বিশ্বকাপে অংশ নিয়েছিলেন রজার মিলা। রাশিয়ার বিপক্ষে গোল দিয়ে বিশ্বকাপে সবচেয়ে বেশি বয়সে গোল করার রেকর্ডটি নিজের দখলে নেন ক্যামেরুনের এই স্ট্রাইকার।

প্যাট জেনিংস

৪. প্যাট জেনিংস, উত্তর আয়ারল্যান্ড

১৯৮৬ সালের বিশ্বকাপে উত্তর আয়ারল্যান্ডের এই গোলকিপার সর্বশেষ ম্যাচ খেলেছিলেন। ব্রাজিলের বিপক্ষে সেই ম্যাচে প্যাট জেনিংসের বয়স ৪১ বছর।

পিটার শিলটন

৫. পিটার শিলটন, ইংল্যান্ড

ইংল্যান্ডের অন্যতম সফল গোলকিপার পিটার শিলটন। ১৯৯০ সালের বিশ্বকাপে ৪০ বছর বয়সে সর্বশেষ বিশ্বকাপের ম্যাচ খেলেছেন। পশ্চিম জার্মানির সঙ্গে ম্যাচটিই ছিল শিলটনের বিশ্বকাপ ক্যারিয়ারের সর্বশেষ ম্যাচ।