গরমের দিন শুরু হয়েছে, সামনে আরও গরম পড়বে। বিদ্যুৎ বিল তাই বাড়তি দুশ্চিন্তা। অন্যান্য বৈদ্যুতিক সরঞ্জাম কম ব্যবহারের সুযোগ থাকলেও ফ্যান ও এসি তো চালাতেই হয়। গরম সামলানোর কিছু কৌশল প্রয়োগ করলে অবশ্য বাড়তি ফ্যান বা এসির প্রয়োজনীয়তা কমবে। এমন কিছু কৌশল সম্পর্কে বলছিলেন সৃষ্টি আর্কিটেকচার অ্যান্ড কনসালট্যান্সির প্রতিষ্ঠাতা স্থপতি তাসনিম তূর্যি।