এবার চুলে স্টাইল

মডেল: শাকির ও সুহাস, কৃতজ্ঞতা: হেয়ারোবিক্স, ছবি: নকশা
মডেল: শাকির ও সুহাস, কৃতজ্ঞতা: হেয়ারোবিক্স, ছবি: নকশা

ঈদের আগে ছেলেদের পরিপাটি হওয়া মানে চুলে একটা নতুন কাট দেওয়া। যেহেতু গরমে ঈদ, তাই চুলের কাটে এই সময়ে ছোট করে ছাঁটা স্টাইলই ভালো দেখাবে বলে মনে করেন হেয়ারোবিক্সের স্বত্বাধিকারী শাদীন মাহবুব। এ ছাড়া সারা বিশ্বেই এখন ছোট করে চুল ছাঁটতে দেখা যাচ্ছে তারকাদের। তরুণদের কাছে জনপ্রিয় জাস্টিন বিবার থেকে শুরু করে বিরাট কোহলি। দেশি ক্রিকেটারদের চুলের স্টাইলেও ছোট কাটের ধারা। তাসকিন বা মোস্তাফিজ, সবার কাটেই নতুনত্ব। ঈদের আগে কেমন হবে আপনার চুলের স্টাইল? এই সময়ে জনপ্রিয় কয়েকটি চুলের কাট বিষয়ে বিস্তারিত থাকছে এখানে।

মডেল: আবির

আন্ডার কাট
চুলের এই স্টাইলে মাথার পাশের ও পেছনের চুল ক্লিপার দিয়ে একেবারে ছোট করে ফেলা হয়। এমনকি কিছু ক্ষেত্রে ক্ষুর দিয়ে কামিয়ে ফেলা হয়। মাথার উপরিভাগের চুল তুলনামূলকভাবে বেশ বড় রাখা হয়। এর ফলে ওপরের চুলগুলো বিভিন্ন স্টাইল করা যায়। কেউ সেই চুল পেছনের দিকে আঁচড়ে ‘কম্ব-ওভার’ করে নেন। কেউ একপাশে সিঁথি করেন, কেউ বা মেসি স্টাইলে এলোমেলো রাখতে পছন্দ করেন। আবার কেউ সেই চুল কপালের ওপরে পোম্পাডোর স্টাইলে ফুলিয়ে রাখেন।

পোম্পাডোর
এই স্টাইল করার সময় আন্ডার কাটের মতোই মাথার পাশের চুল একেবারে ছোট করে ওপরের চুল বেশ বড় রাখা হয় এবং কপালে ওপরের চুল ক্রমান্বয়ে আরও বড় রাখা হয়। এ কারণে মাথার সামনের দিকে অর্থাৎ কপালের ওপরের চুল অনেকটা চূড়ার মতো দেখায়।

ডিসকানেকটেড পোম্পাডোর
অনেকে পোম্পাডোর স্টাইলে চুল কাটানোর পরে মাথার দুই পাশে অথবা একপাশে ক্ষুর দিয়ে সিঁথি এঁকে নেন। এই স্টাইলকে বলে ‘ডিসকানেকটেড পোম্পাডোর’।

কুইফ
এই স্টাইলের সবই প্রায় পোম্পাডোরের মতো। কিন্তু এই স্টাইলে চুলটা সাধারণত সামনের দিকে ছড়িয়ে রাখা হয়। হালকা হাতে ঠিক করে নিলেই চলবে।

মডেল: বৃহান

মোহক
একসময় আফ্রিকার একটা গোষ্ঠীর কাছে এই স্টাইলের চুলের কাট ছিল খুব জনপ্রিয়। কিন্তু সেটা এখন ছড়িয়ে পড়েছে সারা বিশ্বের ফ্যাশনপ্রেমী ছেলেদের কাছেই। অনেক তারকা খেলোয়াড় ও মডেল এই স্টাইলটি জনপ্রিয় করে তুলেছেন। মোহক স্টাইলটি অনেক রকমভাবেই করা যায়। তার মধ্যে ‘মোহক ফেড’ বেশি জনপ্রিয়। মোহক স্টাইলে মাথার পাশের চুল আটকে নিয়ে ত্বক দেখা যায় এমন করে কাটা হয়। মাথার ওপরের চুলগুলো শক্ত ও শুকনো জেল দিয়ে স্পাইকের মতো খাড়া করে রাখা হয়।

মডেল: স্নিগ্ধ

ফেড কাট
মাথার দুই পাশের চুল ক্লিপ দিয়ে আটকে এরপর কান পর্যন্ত ক্রমান্বয়ে ছোট করে নেওয়া হয়। এটাকে বলে ‘ফেড কাট’। তবে সব ফেড কাট একই রকম নয়। চুলের দৈর্ঘ্যের ওপর নির্ভর করে এর বৈচিত্র্য। যেমন লো ফেড, হাই ফেড, ট্যাপার ফেড ইত্যাদি।

শিশুদের চুলের সাজ
স্পাইক, স্লোপি, ক্রু কাট, বাজ কাট ইত্যাদি অনেক রকম হেয়ার স্টাইল রয়েছে, যা এখনকার বাচ্চারা করে থাকে।
সাধারণত সেলুনে এসে মা-বাবাই নির্ধারণ করেন তাঁদের বাচ্চারা কোন স্টাইলটি নেবে। লম্বায় কম এমন চুলই অভিভাবকেরা বেশি পছন্দ করেন। যেসব শিশু বেশি চঞ্চল, তাদের চুলে ছোট স্টাইল ভালো দেখাবে। আর শিশুটি যদি শান্ত হয়, তাহলে কানের দুই পাশে ও কপালে চুলগুলো অপেক্ষাকৃত বড় রেখে সামনের দিকে আঁচড়ে রাখলে ভালো লাগবে।