নতুন আমি

নতুন নুসরাত

আগের নুসরাত জাহান
আগের নুসরাত জাহান

প্রথম আলোর সবগুলো ট্যাবলয়েড খুঁটিয়ে পড়া নুসরাত জাহান শখ করেই নকশার ‘নতুন আমি’ বিভাগে ছবি মেইল করেন। মেইল করার ছয় ঘণ্টা পরেই এ বিভাগ থেকে ফোন কল পেয়ে অবাক হয়ে পড়েন। তবে জাতীয় নির্বাচনের আগের দিন মেকওভারের কথা শুনে একটু দ্বিধান্বিত ছিলেন। একটু সময় চেয়ে নিজেই ফোন করলেন, জানালেন তিনি আসবেন।

নুসরাতের মেকওভারের দায়িত্বে ছিলেন রেড বিউটি স্যালনের রূপবিশেষজ্ঞ আফরোজা পারভীন। তিনি বলেন, ‘আটপৌরে চেহারার নুসরাতকে একটা ভিন্নধর্মী আধুনিক লুক দিতে চেয়েছি। কিছু পরিবর্তনের মাধ্যমে সেটা ঠিকঠাক ফুটিয়ে তোলার চেষ্টা করেছি।’ সেই চেহারার সঙ্গে মিলিয়েই তাঁর পোশাক নির্বাচন করা হয়েছে পশ্চিমা ধাঁচে।

মেকওভারের পর নতুন নুসরাত। সাজ: আফরোজা পারভীন পোশাক: টুয়েলভ ছবি: কবির হোসেন

নুসরাত জাহান শাড়ি আর সালোয়ার–কামিজ পরতে বেশি পছন্দ করলেও এখানে তাঁকে পরানো হয়েছে নীল রঙের ফরমাল প্যান্টের সঙ্গে সবুজ টি-শার্ট ও ধূসর রঙের ওপর সোনালি কাজ করা জ্যাকেট।

চুল

একরাশ লম্বা হালকা কোঁকড়া চুলে দেওয়া হয়েছে বব কাট।

মেকআপ

হালকা মেকআপে চোখে স্মোকি ভাব আনা হয় এবং ঠোঁটে দেওয়া হয় বাদামি ও লাল রঙের লিপস্টিক।

গ্রন্থনা: অলকানন্দা রায়

‘নতুন আমি’
প্রিয় পাঠক, নকশা ‘নতুন আমি’বিভাগের মাধ্যমে আগ্রহী পাঠকদের মেকওভার করে দেওয়া হবে। খ্যাতিমান রূপবিশেষজ্ঞদের হাতে তিনি হয়ে উঠবেন ‘নতুন আমি’। এ বিভাগে ছেলে ও মেয়েরা অংশ নিতে পারবেন। ছবি ও পূর্ণ নাম, ঠিকানা, ফোন নম্বর পাঠিয়ে দিন নকশায়।
ই–মেইল: naksha@prothomalo.com
ঠিকানা: নকশা, প্রথম আলো, ২০-২১ প্রগতি ইনস্যুরেন্স ভবন, কারওয়ান বাজার, ঢাকা-১২১৫।
ই–মেইলের সাবজেক্টে বা খামের ওপর লিখতে হবে ‘নতুন আমি’