বরাবরই সৌন্দর্যের জন্য আলোচিত হন মীরা রাজপুত। ২০১৫ সালে শহীদ কাপুরকে যখন বিয়ে করেন, তখন মীরা ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্রী। অভিনয়ে কখনোই নামেননি। তবু রূপে-সজ্জায় তাক লাগিয়ে প্রায়ই থাকেন খবরে। ছবিতে ছবিতে জানা যাক তাঁর মসৃণ, সুন্দর চুলের রহস্য।
লেখা: নাবীল আল জাহান
খাবার থেকে শুরু করে রূপচর্চা—সবটাতেই আয়ুর্বেদের ওপর ভরসা রাখেন মীরা রাজপুতমীরা রাজপুতের উজ্জ্বল, মসৃণ চুলের রহস্যও লুকিয়ে এক আয়ুর্বেদিক তেলে। আর সেটা তিনি নিজেই বানান ঘরে বসেইমীরার ঘরে তৈরি আয়ুর্বেদিক তেলের জন্য লাগে গোলাপ, কারিপাতা, মেথি, নারকেল তেল, আমলা বা আমলার গুঁড়া, নিম আর শজনেপাতা
বিজ্ঞাপন
দুটি গোলাপ ফুল ও আট-নয়টা পাতা গুঁড়া করে অল্প একটু নারকেল তেলে মাখিয়ে পেস্ট বানান। গোলাপের অ্যামিনো অ্যাসিড আপনার চুলকে শক্ত করবেএকটা পাত্রে খানিকটা নারকেল তেল নিয়ে গরম করে নিন। এর লরিক অ্যাসিড চুলের কেরাটিন কমে যাওয়া রোধ করেএতে এক চামচ মেথি দিন। এর ফ্লেভানয়েড চুলের বৃদ্ধির পক্ষে সহায়কএবার এক চামচ আমলা বা আমলাগুঁড়া আর কিছু কারিপাতা দিন। এই দুটো মিলে চুল সাদা হওয়া রোধ করে
বিজ্ঞাপন
সবশেষে দিন নিম আর শজনের পাতা। নিম মাথার ত্বকের পক্ষে উপকারী। আর শজনের পাতায় আছে ওমেগা-৩ ফ্যাটি অ্যাসিডএবার মিশ্রণটি ভালো করে ফুটিয়ে নিন। তারপর ঠান্ডা করে কাচের জারে বা বয়ামে রাখুন। হয়ে গেল চুলের যত্নে আয়ুর্বেদিক তেলশ্যাম্পু করার আগে চুলে এই তেল প্রয়োগ করুন। তাহলে আপনারও হবে মীরা রাজপুতের মতো উজ্জ্বল মসৃণ চুল