আজকের দিনে শুধু চাকরির ওপর নির্ভর করে জীবনে এগোনো ক্রমেই কঠিন হয়ে যাচ্ছে। বেতন মানে হলো নিরাপদভাবে টিকে থাকার ব্যবস্থা, ধনী হওয়ার নিশ্চয়তা নয়। বরং সঠিকভাবে সময় ও দক্ষতা ব্যবহার করলে চাকরির পাশাপাশি এমন একটি ‘সিস্টেম’ তৈরি করা সম্ভব, যা নীরবে আপনার জন্য কাজ করবে। সপ্তাহে মাত্র কয়েক ঘণ্টা দিলেই বাড়তি আয়ের পথ খুলে যাবে, আর সেখান থেকেই ধীরে ধীরে তৈরি হবে আপনার আর্থিক স্বাধীনতা।