Thank you for trying Sticky AMP!!

আয়নায় নিজেকে দেখায় পুরুষ এগিয়ে

.

সাজগোজ করতে গিয়ে আয়নার সামনে মেয়েরা বেশি সময় খরচ করে—এমন অভিযোগ প্রায়ই শোনা যায়। কিন্তু যুক্তরাজ্যে নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, পুরুষেরাই তুলনামূলক বেশিবার আয়নার দিকে তাকায়। পুরুষের জীবনধারা-বিষয়ক অনলাইনভিত্তিক প্রতিষ্ঠান অ্যাভাজ এক হাজার ব্রিটিশ পুরুষের ওপর জরিপ চালিয়ে দেখতে পায়, তারা নিজের চেহারা দেখার জন্য দিনে গড়ে ২৩ বার আয়নার দিকে তাকায়। কিন্তু নারীরা একই উদ্দেশ্যে আয়না দেখে ১৬ বার। মেয়েরা যেখানে আয়নার সামনে চুল ও মেকআপ ঠিক আছে কি না তা দেখে, সেখানে পুরুষেরা বেশির ভাগ সময় কেবল নিজেকেই দেখে। অ্যাভাজের ব্যবস্থাপনা পরিচালক ট্রেসি ডেনিসন বলেন, নিজ স্মার্টফোনের ক্যামেরায় সেলফি তোলার প্রচলন হওয়ার নেপথ্যেও পুরুষালি মানসিকতার জোরালো ভূমিকা থাকতে পারে। এএফপি।