
রোদচশমা নয়। নানা রঙের প্লাস্টিক ও ধাতব ফ্রেমে আঁটা কাচের চশমা। স্টাইলে ভিন্নতা আনতে এমন চশমা আজকাল তরুণেরা পরছেন হরহামেশা। ফ্যাশন ডিজাইনার শাহরুখ আমিন বলেন, রিডিং চশমার ফ্রেম এখন অনেক বেশি স্টাইলিশ। আর এ বছরের ট্রেন্ড হিসেবে চলছে ওভার সাইজ। মুখের চেয়ে বড় একটু ঢাউস আকারের এই চশমায় ফিরে এসেছে ষাট বা সত্তরের দশকের লুক।
চশমার ডাঁটির দিকে এক রং আর ফ্রেমে আরেক রং এমনটাই জনপ্রিয় এই সময়ে।
নানা ঢঙের চশমা পরেন অভিনয়শিল্পী আরিফিন শুভ। তিনি বলেন, ‘ধুলাবালু থেকে চোখ সুরক্ষিত রাখতে চশমা কার্যকর। অনেকেই মনে করেন স্টাইলের চশমা মানেই শুধু রোদচশমা। আমার তেমনটা মনে হয় না। রোদচশমার বাইরে এসে ফ্রেমে বন্দী কাচের চশমায় নিজেকে নতুনভাবে খুঁজে পাওয়া যায়। স্টাইলেও থাকে ভিন্নতা। এমন চশমার ক্ষেত্রে আমি সব সময় ট্রেন্ডি ও স্টাইলিশ ফ্রেম বেছে নিই। নতুন কোনো শেপ দেখলেই সেটা কিনি। রঙে আমার বেশি পছন্দ কালো আর বাদামি ফ্রেম।’
ফ্যাশনে চলছে যা
চশমা পরার আগে চোখ বুলিয়ে নিতে পারেন পোশাকে। শাহরুখ আমিন বলেন, ‘পোশাকের সঙ্গে মিলিয়েও চশমা পরা যায়। সে ক্ষেত্রে টি-শার্ট বা প্যান্টের রঙের সঙ্গে চশমার ফ্রেম বা পাশের (ডাঁটি) দিকটা মিলিয়ে নিতে পারে। এক রঙের পাশপাশি নানা ধরনের প্রিন্টের ডাঁটি বা ফ্রেম দেখা যায়। এগুলো তরুণদের জন্য বেশি উপযোগী। মাঝবয়সীরা কালোর পরিবর্তে বেছে নিতে পারেন বাদামি, চকলেট বা হালকা কোনো রং। মুখের আকারের চেয়ে একটু বড় এবং মোটা ডাঁটি ও ফ্রেমের ট্রেন্ড এ বছর।’
গোল ফ্রেম ছাড়াও চারকোনা বা ডি আকারের ফ্রেম পরতে পারেন। ঢাকার বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের চশমার দোকান আই ভিশনের বিক্রয়কর্মী আলতাফ হোসেন জানালেন, রিডিং চশমার চল বেড়েছে। ধাতব ফ্রেমের চেয়ে প্লাস্টিকের ফ্রেমের চাহিদাই বেশি। বেশি চলছে লাল, হলুদ, সবুজ, নীল, কমলা ইত্যাদি রং। বাজার ঘুরে দেখা গেল ফ্রেমের মধ্যে চেক, অ্যানিমেল প্রিন্ট, বলপ্রিন্ট, ডটপ্রিন্ট ইত্যাদিও চলছে।
দরদাম
ধাতব ফ্রেম পাবেন ৪০০ টাকা থেকে ২৫০০ টাকায়। আর প্লাস্টিক ফ্রেমের দাম ৩০০ টাকা থেকে শুরু করে ৩০০০ টাকা পর্যন্ত। এ ছাড়া বিভিন্ন ব্র্যান্ডের ফ্রেম কিনতে চাইলে দাম শুরু হবে ১০০০ টাকা থেকে। অনেকে ফ্রেমে থাকা কাচ পাল্টে নতুন কাচ ব্যবহার করেন। সেটা দরদাম করে এক হাজার টাকার মধ্যে কিনতে পারবেন।
যেখানে পাবেন
ঢাকায় নানা ধরনের স্টাইলিশ ফ্রেম কিনতে যেতে পারেন নিউমার্কেট, এলিফ্যান্ট রোড, বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স, যমুনা ফিউচার পার্ক, পল্টন, মালিবাগ, বেইলি রোড, মিরপুর-১, ধানমন্ডির বিভিন্ন শপিং মল, উত্তরা ও গুলশানে।