ফ্যাশন–মুহূর্ত তৈরির সবচেয়ে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রাম। এক ঝাঁক বলিউড তারকা এই মুহূর্তে আছেন কান চলচ্চিত্র উৎসবে। তাঁদের ভেতর স্বাভাবিকভাবেই সবচেয়ে বেশি আলো পড়েছে দীপিকা পাড়ুকোনের ওপর। এদিকে কৃতি শ্যানন লাদাখ থেকে একের পর এক ছবি পোস্ট করছেন। দেখে নেওয়া যাক নানা ফ্যাশন আর বিউটি মুহূর্ত, তারকাদের স্টাইল ও জীবনযাপনের নানা অনুষঙ্গ।
