পোশাকে নতুন ধারা

নতুন নানা পোশাক জনপ্রিয় হবে এবছর
নতুন নানা পোশাক জনপ্রিয় হবে এবছর
জমকালো পার্টিতে পরতে পারেন ঢিলেঢালা পোশাক
পার্টিতে খাটো ফ্রকও বেশ চলছে
গাউন ধাঁচের পোশাকে থাকছে নানা বৈচিত্র্য

কোথায় পাবেন

ঢাকার বনানীর ফ্যাশন হাউস ভায়োলা বাই ফারিহাতে পাবেন বৈচিত্র্যময় নকশার গাউন। দামটা শুরু ৩৫০০ টাকা থেকে। ককটেল ড্রেসের দাম পড়বে ১৫০০ থেকে ২৫০০ টাকা। জ্যাকেটসহ জাম্পস্যুটের দাম ২৫০০ টাকা। এদিকে একস্ট্যাসি, ওটু, ইনফিনিটিতে ২০০০ থেকে ৪০০০ টাকার মধ্যেই মিলবে পার্টি ড্রেসগুলো। আর ফেসবুকে পোশাক কেনাবেচার পেজগুলোতে নজর রাখলেও পেয়ে যাবেন নানা নকশার পোশাক।