পোশাকে সময়ের ছাপ

সানসিল্ক-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় দ্যুতি ছড়ায় নজরকাড়া নকশার ফতুয়া। মসলিনের কাপড়ে এমব্রয়ডারি করা ফতুয়াটি জেতে ফতুয়া বিভাগের প্রথম পুরস্কার। পোশাক: আব্রু পোশাকি ব্যাপার। মডেল: তানহা। সাজ: পারসোনা। ছবি: সৌরভ দাশ
সানসিল্ক-প্রথম আলো ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় দ্যুতি ছড়ায় নজরকাড়া নকশার ফতুয়া। মসলিনের কাপড়ে এমব্রয়ডারি করা ফতুয়াটি জেতে ফতুয়া বিভাগের প্রথম পুরস্কার। পোশাক: আব্রু পোশাকি ব্যাপার। মডেল: তানহা। সাজ: পারসোনা। ছবি: সৌরভ দাশ

হয় ভ্যাপসা গরম না–হয় ঝুমবৃষ্টি—স্বস্তি মেলা ভার! এর মধ্যেই এবারের ঈদ। ডিজাইনাররা আগেভাগেই সেই চিন্তা করেছেন। তাই গুরুত্ব পেয়েছে পোশাকের আরাম। উৎসবের জমকালো ভাব আর আরাম—এ দুইয়ের মিশেল ঘটিয়েছেন পোশাকে। 

পশ্চিমা ধাঁচের পোশাক গাউন বেশ কয়েক বছর ধরে নারীদের পছন্দের তালিকায় রয়েছে। ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় গাউন বিভাগে প্রথম হয় কালেকশন বুটিক হাউসের পোশাকটি। মডেল: প্রিয়াঙ্কা

প্রতিটি পোশাকেই দেখা গেল সময়ের ছাপ। কাপড়ে জর্জেট, সুতি, সিল্ক ও মসলিনের প্রাধান্য। উৎসবকে ধারণ করতে ব্যবহার হয়েছে উজ্জ্বল রং। আর নকশায় বৈচিত্র্য তো আছেই। তবে বরাবরের মতোই নারীর পোশাকে বৈচিত্র্য বেশি। কয়েক বছর ধরে চলা কাটাছেঁড়া এবারও হয়েছে।

যুগল বিভাগে দ্বিতীয় কালার এনজেল। মডেল: প্রিয়াঙ্কা প্রিয়া ও জয়ন্ত

শাড়িতে দেখা যায় প্যাঁচওয়ার্ক ও হ্যান্ডপেইন্টের কাজ বেশি। লেইসের কিছু কাজও চোখে পড়ে। আবার মসলিনের কাপড়ের ওপরে ফুলেল নকশার উজ্জ্বল এমব্রয়ডারি করা কিছু শাড়িও এসেছে। এ ছাড়া প্রিন্ট ও টাইডাই করা হয়েছে।

মেয়েদের ফতুয়া বিভাগে তৃতীয় জত্রীতা বুটিকস। মডেল: অপি,পোশাকের রঙে নীলের শেড। জমিনে ময়ূরের নকশা। শাড়ি ক বিভাগে প্রথম হয় ফ্যাশন হাউস মেঘ রোদ্দুর। মডেল: দেবলীনা

নজর কাড়ছে এক পাশ চিকন, এক পাশ মোটা পাড়ও।

জর্জেটের কাপড়ে সালোয়ার-কামিজের প্যাটার্নে আনা হয়েছে পরিবর্তন। কালার এনজেলের পোশাকটি ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় সালোয়ার-কামিজ ক বিভাগে প্রথম হয়। মডেল: হীরা,শার্ট–টিশার্ট বিভাগে তৃতীয় জত্রীতা বুটিকস। মডেল: রোমেল,হালকা কাজের পাঞ্জাবিই এবার পছন্দের শীর্ষে। পাঞ্জাবি বিভাগে প্রথম ফ্যাশন হাউস আমনা’স। মডেল: জয়ন্ত

সালোয়ার-কামিজে এবার প্রিন্টের চল বেশি। তরুণীদের আগ্রহ বেশি এসব পোশাকে। এ ছাড়া কটির ব্যবহার গত বছর থেকেই চলছে। তবে এবার ধরনে পরিবর্তন এসেছে, খানিকটা লম্বা। মূলত টু পিসের সঙ্গে কটির চল বেশি। এসব পোশাকে ওপরের অংশ খাটো, নিচের অংশ লম্বা। ইন্দো-ওয়েস্টার্ন ও অ্যারাবিয়ান ধাঁচের কিছু প্যাটার্নও এনেছে কিছু ফ্যাশন হাউস। আর গাউন তো আছেই। পশ্চিমা ধাঁচের পোশাকটি বেশ কয়েক বছর ধরে দেশীয় বাজার দখল করে আছে। এবারও শাড়ি, সালোয়ার-কামিজ ছাড়া গাউন থাকবে।

পোশাকের রঙে নীল-সাদা। যুগল পোশাকের পাঞ্জাবি ও শাড়ি। ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় যুগলে তৃতীয় হয় জি ফ্যাশন হাউসের এই দুটি পোশাক। মডেল: রোমেল ও উপমা

কিশোরীদের জন্য ফিউশনধর্মী কিছু পোশাক এসেছে। লম্বা কামিজের মতো মেঝে ছোঁয়া এসব পোশাক নজরকাড়া। অবশ্য নানা ছাঁটের পালাজ্জোও এবার বাজার মাত করছে।

শাড়ি গ বিভাগে প্রথম মেঘ রোদ্দুর। মডেল: প্রিয়াঙ্কা প্রিয়া

ছেলেদের উৎসব উদ্‌যাপনের প্রধান অনুষঙ্গ পাঞ্জাবিতে কাটিংয়ে খুব একটা পরিবর্তন নেই। সুতির বাইরে ভারী কাজের সিল্ক, অ্যান্ডি সিল্ক, রাজশাহী সিল্ক ইত্যাদি কাপড়ের জমকালো পাঞ্জাবি রয়েছে। পাইপিং, চিকন জরির সুতা, মোটা রঙিন সুতার ব্যবহারে পাঞ্জাবির বাটন প্লেট, কলার ও হাতায় নকশা করা হয়েছে। কাটিংয়ে খুব একটা পরিবর্তন নেই।

যুগলে প্রথম আলীস ক্রিয়েশনের পোশাক। মডেল: রাহুল ও দেবলীনা,ছেলেদের ফতুয়ায় প্রথম আব্রু পোশাকি ব্যাপার। মডেল: ইহসাম

পাঞ্জাবি, সালোয়ার-কামিজ ও গাউনের রঙে গরমের কারণে সাদার ছড়াছড়ি।

সালোয়ার-কামিজ খ বিভাগে তৃতীয় ফ্যাশন হাউস সুঁই সুতা। মডেল: হীরা

এ ছাড়া নীলের বিভিন্ন শেড, গোলাপি, বাঙ্গি, বেগুনি, লাল, হলুদ, সাদা, কালো প্রভৃতি রংও রয়েছে।

রূপসজ্জা: পারসোনা
কৃতজ্ঞতা: ফয়’স লেক কনকর্ড অ্যামিউমেন্ট পার্ক
ঈদ ফ্যাশন প্রতিযোগিতার পৃষ্ঠপোষক সানসিল্ক
সহপৃষ্ঠপোষক রিজেন্ট এয়ারওয়েজ
ডিজাইন: মুজিবুল হক
ছবি তুলেছেন: সৌরভ দাশ

গাউনে দ্বিতীয় নীলাম্বরী। মডেল: সাবরিনা শিমু
বরাবরের মতো এবারও ফিউশনে ছিল বৈচিত্র্য। ফিউশন বিভাগে দ্বিতীয় হয় নীলাম্বরী ফ্যাশন হাউস। মডেল: হাবিবা,সালোয়ার-কামিজে খ বিভাগে প্রথম কালার এনজেল। মডেল: দুর্দানা
শাড়ি গ বিভাগের প্রথম আব্রু পোশাকি ব্যাপার। মডেল: অপি,মেয়েদের ফতুয়ায় প্যাটার্নে ছিল নতুনত্ব। ফতুয়া বিভাগে দ্বিতীয় আমনাস। মডেল: সাবরিন
শাড়ি খ বিভাগে দ্বিতীয় আমনাস। মডেল: নওশীন আরশি
ফিউশনে প্রথম মেঘ রোদ্দুর। মডেল: সাবরিন
গাউনে তৃতীয় যারীনস ক্লোজেট। মডেল : দুর্দানা
সালোয়ার-কামিজ খ বিভাগে দ্বিতীয় বাংলার কথা। মডেল: দেবলীনা
শাড়ি ক বিভাগে তৃতীয় কালেকশন বুটিকস। মডেল: হাবিবা
ফিউশনে তৃতীয় আলীস ক্রিয়েশনস। মডেল: প্রিয়াঙ্কা প্রিয়া
শাড়ি খ বিভাগে প্রথম আলীস ক্রিয়েশনস। মডেল: হীরা
পাঞ্জাবিতে দ্বিতীয় আমনাস। মডেল: আরিফ,শার্ট–টিশার্টে প্রথম ফ্যাশন হাউস জি। মডেল: সোহরাব
ঈদের পোশাকে তরুণীদের অনেকেই বেছে নেন সালোয়ার-কামিজ। আবহাওয়ার কথা চিন্তা করে মাথায় রাখছেন আরামের ব্যাপারটিও। জামদানির কটি ও মসলিনের কামিজে হাইনেক কাটিং দৃষ্টি কাড়ছে। ঈদ ফ্যাশন প্রতিযোগিতায় সালোয়ার-কামিজ ক বিভাগে তৃতীয় হয় আব্রু পোশাকি ব্যাপার। মডেল: উপমা
শাড়ি খ বিভাগের তৃতীয় মেঘ রোদ্দুর। মডেল: ঊর্মি,ছেলেদের ফতুয়ায় দ্বিতীয় আলীস ক্রিয়েশন। মডেল: ফারদিন বাপ্পী
পাঞ্জাবিতে তৃতীয় ফ্যাশন হাউস জি। মডেল: আরফাত
শাড়ি গ বিভাগে তৃতীয় সুঁই সুতা। মডেল: সাবরিনা শিমু,শার্ট-টিশার্টে দ্বিতীয় আমনাস। মডেল: জোবায়েদ
ফতুয়ায় তৃতীয় জত্রীতা বুটিকস। মডেল: তানভীর,সালোয়ার-কামিজ ক বিভাগের দ্বিতীয় মেঘ রোদ্দুর। মডেল: নওশীন আরশি
উৎসবে নারীর প্রধান পোশাক শাড়ি। মসলিনের শাড়ির জমিনে হাতের কাজ। লাল রঙে বেগুনি চিকন পাড় নজরকাড়া। শাড়ি ক বিভাগের দ্বিতীয় হয় ফ্যাশন হাউস ডিজাইন বাই রুবিনা। মডেল: সাবরিন