পোশাক, জুতা, ব্যাগ, সবকিছুতেই চুমকি

রুপালি সিকুইনের পোশাক
ছবি: পেকজেলস ডট কম থেকে

সিকুইন বা চুমকির কাজ করা কাপড় বছরের অন্য সময় ব্যবহারের প্রবণতা কম। কিন্তু ডিসেম্বর আসতেই আলমারিতে রাখা সিকুইন কাপড়ের দিকে নজর চলে যায়। বড়দিন বা ইংরেজি নববর্ষের পার্টিতে সিকুইন কাপড় মানানসই।

ডেনিমের সঙ্গে সিকুইন

যেহেতু শীতকাল, তাই পোশাকটা হওয়া চাই এমন, যা একই সঙ্গে ফ্যাশনেবল, আবার শীত নিবারণে পারঙ্গম। বড়দিন বা নববর্ষে উৎসবের আমেজ রাখতে ডেনিম প্যান্টের সঙ্গে লাল সিকুইনের টপ পরে ফেলুন। আর তার ওপর সবুজ রঙের লম্বা কোট।

গ্রে বা ধূসরের সঙ্গে সিকুইন

যাঁরা খুব বেশি রঙিন কাপড় পছন্দ করেন না, তাঁরা বেছে নিতে পারেন রুপালি সিকুইন কাপড়। রুপালি স্কার্ট বা প্যান্টের সঙ্গে ধূসর সোয়েটার বা ব্লেজার মন্দ লাগবে না।

মেরুন সিকুইন

ইংরেজি নববর্ষে রঙিন পোশাক পরতে চাইলে মেরুন সিকুইন ভালোই মানাবে। মেরুন সিকুইন ট্রাউজারের সঙ্গে হাই নেক (গলা বন্ধ) সোয়েটার পরে ফেলুন। পায়ে হাই হিল থাকলে হয়ে উঠবেন আরও ফ্যাশনেবল।

সিকুইনের জ্যাকেটে ঝলমলে

সিকুইন বো ব্যান্ড

খুব বেশি চকমকে পোশাক পছন্দ নয় কিন্তু সিকুইনও পছন্দ! এমন হলে কী করবেন? মাথায় পরে নিন সিকুইন বো ব্যান্ড। বড়দিন বা নববর্ষকে সামনে রেখে এমন অনেক ফ্যাশনেবল বো ব্যান্ড বাজারে পেয়ে যাবেন।

সিকুইনের হাত ব্যাগে পার্টি লুক

সিকুইন হাতব্যাগ

সিকুইনের হাতব্যাগও কিন্তু আনতে পারে পার্টি লুক। যেকোনো আকারের সিকুইন ব্যাগই আলাদা সৌন্দর্য আনবে। তবে খুব বেশি বড় না নিয়ে মাঝারি আকারের কাঁধে ঝোলানো ব্যাগ মানানসই হবে।

ফুলেল নকশার সিকুইন প্যান্ট

ফুলেল সিকুইন

সিকুইনের আছে নানান ডিজাইনও। যেমন চাইলেই পরতে পারেন ফুলেল সিকুইন। পছন্দমতো ছোট বা বড় ফুলের সিকুইন বেছে নিতে পারেন। শাড়ি, স্কার্ট, টপ বা ট্রাউজার—সব ধরনের পোশাকই ফুলেল সিকুইন কাপড় দিয়ে বানানো যাবে।

সিকুইন বাড়িয়ে দিয়েছে জুতার উজ্জ্বলতা

জুতায় সিকুইন

পোশাকে সিকুইন থাকলে জুতা থেকেই বা কেন বাদ যাবে! সিকুইনের অনেক ধরনের জুতা বাজারে পাওয়া যায়। তবে হাই হিল আর কোলাপুরি চপ্পলে সিকুইন সবচেয়ে বেশি ব্যবহার করা হয়।