শাহরুখ খান থাকবেন, আর তাঁর আইকনিক পোজ থাকবে না, এমনটা কি হয়? মেট গালার নীলগালিচায় শাহরুখ খান যেন ভক্তদের ফিরিয়ে নিয়ে গেলেন নব্বইয়ের দশকের মুগ্ধতায়। কিং খানের মেট গালা অভিষেক হলো বাদশাহি স্টাইলে।
মৃণাল সাহা
এবারের মেট গালার থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। কৃষ্ণাঙ্গদের ব্ল্যাক ড্যান্ডিইজম থেকে অনুপ্রাণিত হয়ে বেছে নেওয়া হয়েছিল এবারের থিম। ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায় ব্ল্যাক ড্যান্ডিইজমের সঙ্গে মিশ্রণ ঘটিয়েছেন ভারতীয় ড্যান্ডিইজমের। বলিউড বাদশাহর পরনে ছিল তাসমানিয়ান সুপারফাইন উলের তৈরি মেঝে পর্যন্ত লম্বা একটি কোট। হ্যান্ড-ক্যানভাসড কোটের সঙ্গে ছিল ক্রেপ দ্য চিন সিল্ক শার্ট, সুপারফাইন উলের ট্রাউজার এবং স্যাটিন কোমরবন্ধ।শাহরুখের লুককে অনন্য মাত্রায় নিয়ে গিয়েছে তাঁর হাতের কেইন। পুরো আয়োজনে শাহরুখের হাতে শোভা পেয়েছে ১৮ ক্যারেট সোনায় তৈরি বেঙ্গল টাইগার হেড কেইন, যাতে আরও আছে ট্যুরমালিন, স্যাফায়ার, ওল্ড মাইন কাট ও ব্রিলিয়েন্ট কাট ডায়মন্ড।
বিজ্ঞাপন
তবে শহরুখের লুকের মূল আকর্ষণ ছিল ‘K’ পেনডেন্ট। ‘কিং’, ‘খান’ যেটাই বলুন না কেন, শাহরুখের ডাকনাম তাঁর গলায় শোভা পেয়েছে পুরো আয়োজনে। এ ছাড়া শাহরুখের গলায় ছিল বিভিন্ন ডিজাইনের হীরা, স্বর্ণ ও মুক্তার তৈরি প্রায় ১৫টি চেইন। এর মধ্যে একটিতে ছিল শাহরুখের নামের অদ্যক্ষর ‘SRK’ লেখা। আর কয়েকটিতে ছিল বেঙ্গল টাইগারের প্রতিকৃতি খোদাই করা। শাহরুখের জুতাজোড়া নিয়েও বেশ হইচই পড়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। মার্কিন ফ্যাশন রিটেল ব্র্যান্ড নর্ডস্ট্রম থেকে নেওয়া হয়েছে তাঁর জুতাজোড়া। মেট গালায় শাহরুখের এই লুক অনুপ্রাণিত হয়েছে প্রাচীন মোগল সম্রাটদের তৈরি পোর্ট্রেট থেকে। রাজ্যাভিষেকের পর নিজেদের পোর্ট্রেট আঁকার সময় বিভিন্ন ধরনের জুয়েলারিতে সাজানো হতো তাঁদের। হাতের কাছে থাকত তলোয়ার অথবা কেইন। সব্যসাচী কিং খানকে সাজিয়েছেন রাজার আদলে।
বিজ্ঞাপন
সব্যসাচী বলেন, ‘শাহরুখ খান পৃথিবীর অন্যতম বড় সুপারস্টার। শাহরুখ শুধু সুপারস্টার নন, একজন আইকনও বটে। তাঁর আইকনিক কারিশমাকে সবার সামনে তুলে আনতে চেয়েছি তাঁর পোশাকের মাধ্যমে।’ শাহরুখ এসবের পুরো কৃতিত্ব দিয়েছেন ডিজাইনার সব্যসাচীকে, ‘পুরো পোশাকের ভাবনাটাই সব্যসাচীর করা। তাঁর মতে, পোশাকটা স্বাধীনতার বহিঃপ্রকাশ। যেকোনো নিপীড়নের বিরুদ্ধে প্রতিবাদের ভাষা এটি।’ মেট গালা নিয়ে বেশ নার্ভাস ছিলেন শাহরুখ। তবে এখানে আসার পেছনে সবচেয়ে বেশি অনুপ্রেরণা জুগিয়েছে তার সন্তানেরা। ‘সব্যসাচী যখন আমাকে মেটের কথা বলল, আমার থেকে বেশি ওরা আনন্দিত হয়েছিল। ওদের কথা রাখতে আজ আমি এখানে।’ ফ্যাশনের সবচেয়ে বড় রাতে শাহরুখের পরনে ছিল না অতিরঞ্জিত কিছু; বরং ভারতের ইতিহাস আর শাহরুখ খানের স্টারপাওয়ারকে সব্যসাচী তুলে এনেছেন নিজের মতো করে।