চরের নারীদের তৈরি পোশাকে ফ্যাশন শো

দেশীয় পোশাকের দৃষ্টিনন্দন ফ্যাশন শো।
ছবি : সুমন ইউসুফ

‘ফ্রেন্ডশিপ’ মূলত একটি এনজিও। তাদেরই একটি অঙ্গসংগঠন ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চর। মূলত চরাঞ্চলের নারীদের বিভিন্ন ধরনের হাতের কাজের প্রশিক্ষণ দেয় তারা।

এই শো এর আয়োজন করে ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চর

প্রশিক্ষণ পাওয়া নারীদের তৈরি পোশাক ও পণ্যও তারা বিক্রি করে। গত শুক্রবার সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ‘আ নাইট অব ট্র্যাডিশন’ শিরোনামে এক ফ্যাশন শোর আয়োজন করে ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চর।

স্লো ফ্যাশন নিয়ে কাজ করছে ফ্রেন্ডশিপ

প্রধানত পরিবেশবান্ধব ফ্যাশন নিয়ে কাজ করছে ফ্রেন্ডশিপ কালারস অব দ্য চর। সংগঠনটির ডিরেক্টর (অপারেশন) নাজরা সাবেত বলছিলেন, বর্তমানে ফাস্ট ফ্যাশনের তোড়জোড়ে পৃথিবীজুড়ে যে বর্জ্যের উৎপত্তি হচ্ছে, তা রুখতে স্লো ফ্যাশনের দিকে বিশেষ মনোযোগ দিচ্ছেন তাঁরা।

প্রতিটি পোশাকেই প্রাকৃতিক রঙের ব্যবহার করা হয়

এই প্রক্রিয়ায় উৎপাদিত পোশাকের সুতা থেকে শুরু করে কোনো কিছুই ফেলা হয় না। পোশাকে ব্যবহার হয় প্রাকৃতিক রং। এ ছাড়া আপ সাইকেলের মাধ্যমে সবকিছুকেই তারা উপস্থাপনযোগ্য করে থাকেন।

চরের নারীদের হাতে তৈরি হয় এই পোশাক

শোতে হ্যান্ডলুম, জামদানি, খাদি, হেরিটেজ, আপ সাইকেল ও গ্লোবাল—এই ছয়টি কিউতে হাঁটেন মডেলরা। পুরো শোটির কোরিওগ্রাফি করেন মডেল ও কোরিওগ্রাফার আজরা মাহমুদ।