‘লুডোর বোর্ড’ গায়ে চাপিয়ে ছক্কা মারলেন কীর্তি সুরেশ

তামিল, তেলেগু, মালয়ালমের আঙিনা পেরিয়ে বলিউডেও নায়িকা হিসেবে পরিচিতি পেয়েছেন কীর্তি সুরেশ। অভিনয়–প্রতিভায় দর্শকের মনে যেমন জায়গা করে নিয়েছেন, তেমনি তাঁর সাজপোশাকও মুগ্ধ করছে ফ্যাশন অনুরাগীদের। অ্যামাজন প্রাইমে তাঁর তেলেগু সিনেমা ‘উপ্পু কাপ্পুরামবু’ মুক্তি পেয়েছে চলতি জুলাই মাসেই। তাই এখন তিনি ব্যস্ত সেই সিনেমার প্রচারে। এরই অংশ হিসেবে আজ বুধবার ৩০ জুলাই ফেসবুকে দিলেন নিজের নতুন কিছু ছবি। আর এসব ছবিতে দেখা যাচ্ছে, তাঁর পোশাকটির নকশা একেবারেই অন্য রকম। দেখে মনে হচ্ছে, লুডো বোর্ডই গায়ে চাপিয়েছেন যেন!

লুডোর বোর্ডের নকশা প্রিন্টেড কো–অর্ড সেট পরে নতুন সিনেমার প্রচারে বেরিয়েছিলেন অভিনেত্রী কীর্তি সুরেশ। একই নকশার টপ ও প্যান্ট মিলে তৈরি কো–অর্ড গত বছর থেকেই ট্রেন্ডে আছে
ছবি: কীর্তি সুরেশের ফেসবুক অ্যাকাউন্ট থেকে
কীর্তির পোশাকটির ওপরের অংশটি স্লিভলেস টপ, যা দেখতে অনেকটা কর্সেট বা ক্রপ টপের মতো। প্রিন্টের বাইরেও যেখানে কাপড বাস্ট নকশাটি বিশেষভাবে নজর কাড়ে
হাই ওয়েস্ট ওয়াইড লেগ প্যান্টের নকশাও লুডোর বোর্ডের অনুকরণে তৈরি। প্যান্টের দুই পাশে দুটি পকেটও আছে
পোশাকটির সঙ্গে মিলিয়ে কানে বড় দুল পরলেও গলাটা রেখেছেন ফাঁকা। গরমের কারণেই হয়তো টেনে বাঁধা চুলেই সেরেছেন সাজ
ভারতীয় সিনেমায় অভিনয় করে পেয়েছেন জাতীয় পুরস্কার, ফিল্মফেয়ার অ্যাওয়ার্ডসহ নানা সম্মাননা। ২০২১ সালে ‘ফোর্বস ইন্ডিয়া’র ‘থার্টি আন্ডার থার্টি’ তালিকায় নাম ওঠে এই অভিনেত্রীর
ক্যারিয়ারের সুসময়েই গত বছরের ডিসেম্বরে হঠাৎ বিয়ের পিঁড়িতে বসেন কীর্তি সুরেশ
কীর্তির স্বামী অ্যান্টনি থাতিল দুবাইভিত্তিক ব্যবসায়ী। কোচির ছেলে অ্যান্টনির সঙ্গে দীর্ঘদিন চুটিয়ে প্রেম করেছেন কীর্তি