মেট গালায় পুরুষ তারকারা কী পরলেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসেছিল ফ্যাশনের সব বড় রাতের আয়োজন। এ বছরের থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। নারীদের তো বটেই, পুরুষদের ফ্যাশন নিয়েও ছিল সবার আলাদা নজর। মেট গালার নীলগালিচার কয়েকটি লুক দেখে নেওয়া যাক।

কোলম্যান ডোমিঙ্গো

এবারের মেট গালার কো-চেয়ার মার্কিন অভিনেতা কোলম্যান ডোমিঙ্গোকে দেখা গেছে দুটি লুকে। নীলগালিচায় কোলম্যান হাজির হয়েছিলেন রাজকীয় নীল প্লিটেড কেইপে। সঙ্গে ছিল এমবেলিশড কলার। দাসত্ব থেকে মুক্তির পর রাজা হওয়ার সুপ্ত বাসনা ফুটে উঠেছে তাঁর পোশাকে।
ছবি: ইনস্টাগ্রাম থেকে
কোলম্যানের দ্বিতীয় পোশাকটি ছিল ভ্যালেন্তিনোর স্যুটে। কেইপের নিচে লুকিয়ে ছিল তাঁর দ্বিতীয় লুক। উইন্ডোপেইন প্লেইড জ্যাকেটের সঙ্গে ছিল পলকা ডট নেকটাই ও পকেটে পলকা ডটের ফুল।

লুইস হ্যামিলটন

ব্রিটিশ ফর্মুলা ওয়ান রেসার লুইস হ্যামিলটনকে দেখা গেছে ঘিয়ে রঙের টাক্সিডো ও ব্যারেটে। ‘হারলেম নাইটস’–খ্যাত মার্কিন জ্যাজ তারকা ক্যাব ক্যালোওয়ের স্টাইল থেকে অনুপ্রাণিত হয়ে তৈরি করা হয়েছে হ্যামিলটনের লুক। ওয়েলস বুনারের তৈরি করা লুকে ছিল স্বর্ণালংকারের কাজ

অ্যান্ড্রু স্কট

সাদা–কালোর ভিড়ে আইরিশ অভিনেতা অ্যান্ড্রু স্কট হাজির হয়েছিলেন টিফানি ব্লু স্যুটে। মাস্টার্ড রঙের শার্ট, সঙ্গে লাল ভেস্ট; মেট গালার মঞ্চে অ্যান্ড্রু স্কটকে আলাদা করে চোখে লেগেছে সবার

ড্যামসন ইদ্রিস

এবারের মেট গালায় সবচেয়ে বড় চমক ছিল ব্রিটিশ অভিনেতা ড্যামসন ইদ্রিসের লুক। আগামী জুনে মুক্তি পেতে যাচ্ছে তাঁর ‘এফ ১’ সিনেমাটি। ইদ্রিস হাজির হয়েছিলেন এই সিনেমার লুকে।

প্রথম দেখায় মনে হতে পারে, ট্র্যাক থেকে সরাসরি মেট গালার মঞ্চে চলে এসেছেন ইদ্রিস। সাদা রেসিং আউটফিটের সঙ্গে হেলমেট, রীতিমতো রেসের প্রস্তুতি নিয়ে হাজির হয়েছিলেন। কিন্তু মূল চমক তখনো ছিল বাকি
কিছুক্ষণের মধ্যে ইদ্রিসের দুই পাশে এসে দাঁড়ান দুজন। সবার সামনে রেসিং আউটফিট ছিঁড়ে বেরিয়ে আসে ইদ্রিসের দ্বিতীয় লুক
টমি হিলফিগারের তৈরি থ্রি-পিস স্যুটে দেখা গেছে তাঁকে। অতঃপর হেলমেট খুলে জানান দেন নিজের আগমনের কথা। ২০ হাজার সোয়ারভস্কি ক্রিস্টাল দিয়ে সাজানো ছিল তাঁর হেলমেট

ব্যাড বানি

মেট গালার নীলগালিচায় পুয়ের্তোরিকান র‌্যাপার হাজির হয়েছিলেন নিজস্ব স্টাইলে। প্রাডার তৈরি ডার্ক ব্রাউন স্যুটের সঙ্গে ছিল প্রাডার ব্যাগ। স্যুটের সঙ্গে মিলিয়ে পরা পাভা হ্যাটে ফুটে উঠেছে পুয়ের্তোরিকান ঐতিহ্য। পাভা টুপি মূলত তৈরি করা হয় পামগাছের পাতা দিয়ে। দ্বীপরাষ্ট্র পুয়ের্তো রিকোয় প্রতিটি প্রান্তে পামগাছের ছড়াছড়ি। রোদ থেকে বাঁচতে এই গাছের পাতা দিয়ে বানানো হ্যাট পরেন দ্বীপের বাসিন্দারা। সেখান থেকে মেট গালার মঞ্চে ঠাঁই পেল এই হ্যাট

দিলজিৎ দোসাঞ্জ

পাঞ্জাবি অভিনেতা দিলজিৎ দোসাঞ্জ হাজির হয়েছিলেন একেবারে পাঞ্জাবি মহারাজার কায়দায়। পাতিয়ালার মহারাজার লুক থেকে অনুপ্রেরণা নিয়ে পোশাকটি তৈরি করেছেন ডিজাইনার প্রবাল গুরুং। পোশাকে ছিল পাঞ্জাবিদের গুরমুখী বর্ণমালা, সঙ্গে তলোয়ার ও ঐতিহ্যবাহী তেহমাত (লুঙ্গির মতো পোশাকবিশেষ)। দিলজিৎ চেয়েছিলেন মেট গালার জন্য পাতিয়ালার মহারাজার ঐতিহ্যবাহী নেকলেস ব্যবহার করতে। কিন্তু অনুমতি মেলেনি। নেকলেসটির দাম ৩ হাজার ৩৪ কোটি টাকা

খাবি লামে

টিকটকের সবচেয়ে জনপ্রিয় তারকা মেট গালায় হাজির হয়েছিলেন ঘড়ির ফেরিওয়ালা হয়ে। ধূসর স্যুটের সঙ্গে ছিল অফ শোল্ডার ফ্লুয়িড ট্রেঞ্চ ড্রপ। তবে খাবি লামে নজর কেড়েছেন তাঁর পকেট ওয়াচের সমাহার দেখিয়ে। বসের তৈরি থ্রি–পিস স্যুট জুড়ে শোভা পেয়েছে প্রায় ২৫টি পকেট ওয়াচ

শাবুজি

মার্কিন র‌্যাপার শাবুজির অভিষেক হয়েছে এবারের মেট গালায়। অভিষেকে নজর কেড়েছেন মুক্তাখচিত পোশাকে। থ্রি–পিস স্যুটের বুকজুড়ে ছিল মুক্তা নকশা। তবে তার চেয়ে বেশি নজর কেড়েছে তার দাঁত। মুক্তার রঙের সঙ্গে মিলিয়ে গ্রিলজ (দাঁতে বসানো ক্যাপের মতো অংলকারবিশেষ) শোভা পেয়েছে তাঁর দাঁতে