যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের মেট্রোপলিটন মিউজিয়াম অব আর্টে বসেছিল ফ্যাশনের সব বড় রাতের আয়োজন। এ বছরের থিম ছিল ‘সুপারফাইন: টেইলরিং ব্ল্যাক স্টাইল’। নারীদের তো বটেই, পুরুষদের ফ্যাশন নিয়েও ছিল সবার আলাদা নজর। মেট গালার নীলগালিচার কয়েকটি লুক দেখে নেওয়া যাক।

এবারের মেট গালায় সবচেয়ে বড় চমক ছিল ব্রিটিশ অভিনেতা ড্যামসন ইদ্রিসের লুক। আগামী জুনে মুক্তি পেতে যাচ্ছে তাঁর ‘এফ ১’ সিনেমাটি। ইদ্রিস হাজির হয়েছিলেন এই সিনেমার লুকে।