মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় জেসিয়া তাঁর পোশাকে লিখলেন ‘মাছে ভাতে বাঙালি’

১২ নভেম্বর জাপানের টোকিওতে শুরু হয়েছে বিশ্বের মর্যাদাপূর্ণ বিউটি প্যাজেন্টগুলোর অন্যতম মিস ইন্টারন্যাশনাল। ইয়োযোগি ন্যাশনাল জিমনেসিয়ামে চলছে ১৫ দিনব্যাপী এ আয়োজন। ২৭ নভেম্বর জানা যাবে কার মাথায় উঠবে চূড়ান্ত বিজয়ীর মুকুট। এ বছর ৭০টি দেশের প্রতিযোগী অংশ নিয়েছেন এ আয়োজনে। এখানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করছেন জেসিয়া ইসলাম

মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় ন্যাশনাল কস্টিউমে সেজেছিলেন জেসিয়া। তাঁর পোশাকটি আগাগোড়া সবুজে মোড়ানো, যা মূলত বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনকে মাথায় রেখে বেছে নেওয়া হয়েছে। এ পোশাকে নদীমাতৃক বাংলার ছবিও উঠে এসেছে।
মিস ইন্টারন্যাশনাল প্রতিযোগিতায় জেসিয়া তাঁর পোশাকে লিখলেন ‘মাছে ভাতে বাঙালি’
সুন্দরবনের সবুজের ওপর কাঁথার ফোঁড়ে বোনা নদীতে সাঁতার কাটছে রুপালি ইলিশ। আছে জাতীয় ফুল শাপলা। জলরাশির মাঝেই ফুটে থাকা শাপলা ফুল যেন আবহমান গ্রামের বিল–ঝিলের কথা মনে করিয়ে দেয়।
তার ঠিক ওপরেই বেঙ্গল টাইগারের নকশা। আর তার নিচেই লেখা ‘মাছে ভাতে বাঙালি’ ও ‘ঢাকাই মসলিন’।
পোশাকটির এক পাশে শহীদ মিনারের নকশা। বাংলা ভাষা, স্বাধীনতা ও বাংলাদেশি পরিচয়ে মাথা উঁচু করে বাঁচতে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের প্রতি শ্রদ্ধার স্মারক।
নকশিকাঁথার নকশা আদতে বাঙালি নারীর হাতের জাদু, তাঁদের সংগ্রাম ও ভালোবাসারই উপস্থাপন। জেসিয়ার সাজ পূর্ণতা পেয়েছে একটি ছাতায়, যেখানে বাংলাদেশের পতাকা ও সাংস্কৃতিক নানা প্রতীক আঁকা।
ডিজাইনার রাইসা আমিনের নকশা করা এ পোশাকের সঙ্গে জেসিয়ার সোনালি গয়না তৈরি করে দিয়েছে গয়নার দোকান ‘ক্যানভাস’।