বিশ্বায়নের এই যুগে ক্রমেই ভেঙে যাচ্ছে দেশ, জাতি আর ধর্মের বেড়াজাল। সব সংস্কৃতিকে সম্মান জানিয়ে সবাই আপন করে নিচ্ছে হ্যালোইন বা বড়দিনের মতো উৎসবগুলো। একনজরে দেখে নেওয়া যাক বলিউড তারকাদের বড়দিনের আয়োজন।
বলিউড তারকা মীরা রাজপুত জানিয়েছেন, শহীদ কাপুরই তাঁর সান্তাঘরের অন্দর সেজে উঠেছে বড়দিনের উৎসবে বড়দিনে চমৎকার একটি ল্যাভেন্ডার বাটারফ্লাই গাউনে রাভিনা ট্যান্ডন বলিউড তারকা কাজলদের বাড়িতে চলছে ক্রিসমাসের আনন্দদক্ষিণ ভারতীয় তরুণ তারকা রিঙ্কু রাজগুরু বড়দিন উপলক্ষে উপদেশ দিয়ে লিখেছেন, ‘একটা সুন্দর হৃদয় দিয়ে সবকিছুই করুন। আর বিনিময়ে কিছুই আশা করবেন না।’ এরপর জানিয়েছেন বড়দিনের শুভেচ্ছাসংগীতশিল্পী, বলিউড তারকা ও পরিচালক ফারহান আখতারদের বাড়ি সেজে উঠেছে বড়দিনের উৎসবের আমেজেপোষা কুকুর আর কফির মগকে সঙ্গী করে কাটছে বলিউড তারকা ডায়ানা পেন্টির বড়দিনসপরিবারে চলছে বলিউড তারকা বোমান ইরানিদের বড়দিন স্ত্রী ও দুই সন্তান নিয়ে বড়দিনে ভারতীয় টেলিভিশন তারকা রণবিজয়কাপুর আর ভাটদের বড়দিন, আছেন বাঙালি পরিচালক আয়ান মুখার্জিও বড়দিনে আলিয়া ভাট ও বোন শাহিন ভাট। এদিকে আলিয়া জীবনসঙ্গী রণবীর কাপুরকে নিয়ে বের হয়েছেন বড়দিন উদযাপনে। মা হওয়ার পর এই প্রথম ঘরের বাইরে দেখা দিলেন তিনি
বিজ্ঞাপন
বড়দিনের পোশাকে বলিউড তারকা কারিশমা ও তাঁর পোষা কুকুর কোকো তানাবড়দিনে এভাবে স্নোম্যান বানিয়েও খেয়ে ফেলতে পারেনবলিউড তারকা সোনালি বেন্দ্রের বাড়ি সেজে উঠেছে বড়দিনের সাজেসান্তা ক্লজ আর স্ত্রী সুনিতা আহুজাকে নিয়ে বলিউড তারকা গোবিন্দবড়দিনে স্ত্রীকে গান শুনিয়েছেন সাইফ আলী খান