Thank you for trying Sticky AMP!!

টিমোথিকে ভুলতে সময় লাগবে ফ্যাশনবিশ্বের

৭৯তম ভেনিস চলচ্চিত্র উৎসব চলবে ১০ সেপ্টেম্বর পর্যন্ত। এখনো অনেক কিছু দেখার বাকি, ঘটার বাকি। তবু এখনই মন্তব্য করে ফেলা যায়, এবারের এই চলচ্চিত্র উৎসবের ‘পোস্টার বয়’ হয়ে থাকবেন ২৬ বছর বয়সী মার্কিন অভিনেতা টিমোথি চ্যালামেট। লালগালিচায় তাঁর লুক দেখে ফ্যাশনের রথী–মহারথীদের চক্ষু চড়কগাছ। তাঁদের অনেকেই ফিসফিস করে বলেছেন, লালগালিচায় এর আগে কাউকে কখনো এভাবে দেখাই যায়নি!
‘বোনস অ্যান্ড অল’ সিনেমার প্রদর্শনীতে মুখ্য চরিত্রের অভিনেতা হিসেবে লালগালিচায় টিমোথি পরেছেন টকটকে লালরঙা একটা ব্যাকলেস টপ আর প্যান্ট। সহ–অভিনেত্রী টেইলর রাসেলের পরনে ছিল ব্যালেন্সিয়াগার একটি সবুজ স্কার্ট, যেটি প্রথম দেখায় মনে হবে ফ্রক
বলা হচ্ছে, টিমোথিকে ভুলতে সময় লাগবে ফ্যাশনবিশ্বের
এর সঙ্গে টিমোথি পরেছিলেন স্লিক কালো বুট আর সানগ্লাস
সারা বিশ্বেই নারী–পুরুষের বৈষম্য ঘোচাতে এগিয়ে এসেছেন বিশ্বের প্রথম সারির ফ্যাশন ডিজাইনাররা। তৈরি করছেন নারী–পুরুষ সবাই পরতে পারেন, এমন সব পোশাক আর অলংকার। টিমোথিও লালগালিচায় সে রকমই এক ইউনিসেক্স পোশাকে দেখা দিলেন
টিমোথির টপটির গলা দেখলে মনে হবে, সেখানে একটি মাফলার পেঁচিয়ে রাখা আর একটি টাই ঝুলিয়ে রাখা
এদিন আরও একটি ঘটনা ঘটেছে টিমোথির সঙ্গে। লালগালিচায় হুট করেই দেখা হয়ে গেছে টিমোথির বিখ্যাত সিনেমা ‘কল মি বাই ইয়োর নেম’–এর পরিচালক লুকা গুয়াড্যাগনিওর সঙ্গে। জড়িয়ে ধরে পোজও দিয়েছেন দুজন
এই সিনেমায় টিমোথিকে দেখা যাবে এক বাইসেক্সুয়াল ক্যানিবাল চরিত্রে, যার সঙ্গে প্রেম হয় আরেক ক্যানিবাল, টেইলর রাসেলের
দ্য ইনসাইডার টিমোথির পোশাক নিয়ে লিখেছে, এ ধরনের নিরীক্ষামূলক পোশাক গায়ে ধারণ করার জন্য একজন পেশাদার মডেলেরও বুকের পাটা লাগে। আর টিমোথি সেটা স্বতঃস্ফূর্তভাবে করেছেন। আর সে কারণে বিশ্বের যেকোনো ফ্যাশনিস্তা তাঁকে টুপি খুলে অভিবাদন জানাতে বাধ্য হবেন
এদিকে ভারতীয় গণমাধ্যম টিমোথির এই ফ্যাশনের ভূয়সী প্রশংসা করেছে। মজা করে এ–ও লিখেছে, টিমোথির এই পোশাক নাকি বলিউডের বড় পর্দার ফ্যাশনের দিক থেকে অন্যতম আইকনিক চরিত্র ‘পু’ থেকে অনুপ্রাণিত! ‘কাভি খুশি কাভি গাম’ সিনেমায় ‘পু’ (পূজা শর্মা) চরিত্রে অভিনয় করেন কারিনা কাপুর খান
টিমোথিকেও দিনটি মনে রাখতেই হবে। কেননা, লালগালিচাপর্ব ও সিনেমার প্রদর্শনী শেষে সাড়ে আট মিনিট ধরে দাঁড়িয়ে হাততালি দিয়েছেন দর্শকেরা