দেখুন এই সময়ের হলুদের কনে সাজের ১০টি ছবি

হলুদের আসরে স্বমহিমায় রাজত্ব করছে দেশি উপকরণ। এর মধ্যেই কনে সেজে উঠছেন অনন্য সাজে। দেখুন, এই সময়ের হলুদে কনে সাজের ১০টি ছবি।

গায়েহলুদের সাজের ধারায় এসেছে অভিনবত্ব।
মডেল: প্রিয়ন্তী উর্বী। ছবি: কবির হোসেন
হলুদ-শাড়ির বৃত্ত ভেঙে অন্যান্য রঙের শাড়ি বেছে নিচ্ছেন কনেরা।
জমকালো হলুদের কনে।
হলুদের আসরে স্বমহিমায় রাজত্ব করছে দেশি উপকরণ। মডেল: আনশা
সাদামাটা শাড়ি, রঙিন অনুষঙ্গে বর্ণিল হলুদের কনে।
ঘরোয়া হলুদের আসরের কনেসাজ।
কৃত্রিম ফুলের গয়নায় হলুদের কনে।
কনে সেজেছেন তাজা ফুলের গয়নায়। তবে উপস্থাপনায় এসেছে নতুনত্ব।
হলুদের সাজে স্নিগ্ধ কনে।
কেউ যদি গায়েহলুদে তাজা ফুল ও পাতার গয়নায় সাজতে চান, তাহলে দেখে নিতে পারেন এই লুক।