ভালো থাকুন

শীতে কান ব্যথা?

শীতকালে হঠাৎ কান ব্যথা শুরু হওয়া বিরল নয়। বিশেষ করে ঠান্ডা লাগলে শিশুদের হঠাৎ কান ব্যথা শুরু হতে পারে। এ নিয়ে ভয়ের কিছু নেই। চাই কিছু সাবধানতা।
* এ সময় বেশির ভাগ কান ব্যথা ঠান্ডাজনিত। তাই ঠান্ডা লাগাবেন না। ঘর গরম রাখুন। ভোরে ও সন্ধ্যায় কয়েক প্রস্থ কাপড় পরুন। প্রয়োজনে হালকা গরম পানি পান করুন।
* কান ব্যথা হলে সবচেয়ে সহজ চিকিৎসা হলো কানের পেছনে গরম সেঁক দেওয়া। এক টুকরা পরিষ্কার কাপড় গরম পানিতে চুবিয়ে বা ইস্তিরিতে গরম করে কান ও তার পেছনে সেঁক দিন। যথেষ্ট আরাম পাবেন।
* সাধারণ প্যারাসিটামল বা ব্যথার ওষুধ খেতে পারেন। বেশির ভাগ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দরকার হবে না। কান বন্ধ থাকলে নাকে এন্টি হিস্টামিন ড্রপ দিতে পারেন।
* বন্ধ কান খোলার জন্য একটা চুইংগাম চিবুতে পারেন বা মুখ বন্ধ করে বাতাস দিয়ে গাল ফোলাতে পারেন।
* ধূমপান ও ধোঁয়া থেকে দূরে থাকুন। এ সময় জীবাণুর আক্রমণ থেকে রেহাই পেতে হাত পরিষ্কার রাখুন। বাইরে থেকে এসে হাত ধুয়ে নেবেন।
* শিশুদের কানে ব্যথা প্রচণ্ড হলে ড্রপ ব্যবহার করতে হতে পারে। কানে সংক্রমণ হলে অ্যান্টিবায়োটিকও লাগতে পারে। এ ক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন।
* কান ব্যথার জন্য কানে গরম তেল বা অন্য কোনো তরল ব্যবহার করা যাবে না।
* শিশুদের গোসল করানোর সময় কানে তুলা দিতে পারেন।
ডা. আ ফ ম হেলালউদ্দিন
মেডিসিন বিভাগ, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ
প্রশ্নোত্তর
প্রশ্ন: রক্তচাপ স্বাভাবিক থাকলে কি ওষুধ সেবন সাময়িকভাবে বন্ধ রাখতে পারবেন?
উত্তর: উচ্চ রক্তচাপের জন্য যাঁরা ওষুধ সেবন করেন, তাঁদের অবশ্যই নিয়মিতভাবে ওষুধ সেবন করতে হবে। রক্তচাপ স্বাভাবিক পাওয়া গেলেও কোনো অবস্থাতেই ওষুধ সেবন বন্ধ করা যাবে না। এতে স্ট্রোকের ঝুঁকি বাড়ে।
অধ্যাপক মো. মুজিবুর রহমান
মেডিসিন বিভাগ, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ