আপনার রাশি

কাওসার আহমেদ চৌধুরী
কাওসার আহমেদ চৌধুরী

আপনি নিজেই আপনার ভাগ্য নিয়ন্ত্রণ করতে পারেন শতকরা ৯০ থেকে ৯৬ ভাগ। বাকিটা আমরা ফেট বা নিয়তি বলতে পারি। ভাগ্য অনেক সময় অনির্দিষ্ট কারণে আপনা থেকেও গতিপথ বদলাতে পারে। এখানে রাশিচক্রে আমি ‘নিউমারলজি’ বা ‘সংখ্যা-জ্যোতিষ’ পদ্ধতি প্রয়োগ করেছি
মেষ ২১ মার্চ-২০ এপ্রিল। ভর # ৬
রাশিফল লিখতে বসে আমি এমনকি সিনেমা নিয়েও কচকচি করি। বিরক্তিকর হলে ক্ষমা করে দেবেন। যা-ই হোক, সেরা অভিনেতার সারিতে মার্লোন ব্র্যান্ডোর পরেই যাঁর নাম আমার মনে আসে তিনি হচ্ছেন পিটার ও’টুল। মূলত ব্রিটিশ মঞ্চাভিনেতা। শেক্‌সপেরিয়ান নাটকে অভিনয় করতেন। এঁর কণ্ঠের ওঠানামা ছিল বিস্ময়কর। বেকিট, লরেন্স অব অ্যারাবিয়া ইত্যাদি ছবিতে অভিনয় করে ইনি বিশ্ব তারকায় পরিণত হন। যাঁরা দেখেননি, দেখবেন। এবারে আসি আপনার রাশিফলে। মেষ একটু একগুঁয়ে ধরনের মানুষ। তবে যুক্তি তাঁকে আকৃষ্ট করে। চলতি সপ্তাহে মেষ-এর সঙ্গে অন্যের প্রথমে চিন্তার অমিল হবে, পরে তা ঠিক হবে।

বৃষ ২১ এপ্রিল-২১ মে। ভর # ১
মানুষ তার মুখের হাসি দিয়ে অর্ধেক পৃথিবী জয় করার ক্ষমতা রাখে। আপনাকে জোর করে হাসতে বলছি না। মনে আনন্দ আনুন, হাসিমুখে থাকুন।

মিথুন ২২ মে-২১ জুন। ভর # ৬

হারিয়ে যাওয়া জিনিস ফিরে পাওয়ার আনন্দই আলাদা। ভেবে দেখুন তো, কী আপনি হারিয়েছেন আর কী আপনি ফিরে পেলেন। কিছু না কিছু পাবেনই। অনেক সময় ভাগ্য মানুষের অনেক কিছুই কেড়ে নেয় আবার অনেক কিছু ফিরিয়েও দেয়। তাহলে সৌভাগ্যকে একটা ধন্যবাদ।

কর্কট ২২ জুন-২২ জুলাই। ভর # ২

বয়স বাড়া মানুষের একটা সাধারণ পরিণতি। এটাকে স্বীকার করে সামনে এগিয়ে যান। কাজের ধরন পরিবর্তন হোক, কিন্তু কাজ যেন না থামে। কাজ করে যাওয়া মানেই তো সাফল্যকে সামনে নিয়ে আসা।

সিংহ ২৩ জুলাই-২৩ আগস্ট। ভর # ১

শুনেছি আফ্রিকায় ফাঁদ পেতেও সিংহ ধরা হয়। সত্য–মিথ্যা জানি না। হয়তো আফ্রিকার জংলি মানুষ সিংহের মাংস খেতে পছন্দ করে। কিন্তু তাই বলে তারা নির্ভয়ে সিংহের সামনে পড়বে, সে সম্ভাবনা নেই। চলতি সপ্তাহে সিংহের ভয় পাওয়ার কিছু নেই। তবে ভয় যাদের মনে আছে, তাদের উচিত সিংহ থেকে দূরে থাকা। অর্থাৎ এ সপ্তাহে সিংহ ভয়ংকর হয়ে উঠতে পারেন। সো, হ্যান্ডেল সিংহ উইথ কেয়ার। সিংহের নীরবতা তাঁর অক্ষমতা নয়।

কন্যা ২৪ আগস্ট-২৩ সেপ্টেম্বর। ভর # ২

কন্যা রাশিতে আছেন আমার বেশ কয়েকজন প্রিয় শিল্পী। এঁদের মধ্যে একজন দিনাত জাহান মুন্নি। এই শিল্পীটি প্রতিভায় উজ্জ্বল, একনিষ্ঠতায় উল্লেখের যোগ্য। তিনি আমার দীর্ঘ পরিচিত। বহুবার ভেবেছি তাঁর জন একটা গান লিখব। হয়ে ওঠেনি। এই সুযোগে কথাটা তাঁকে জানিয়ে দিলাম। কন্যা নারী–পুরুষের জন্য বর্তমান সপ্তাহটি শুভ।

তুলা ২৪ সেপ্টেম্বর-২৩ অক্টোবর। ভর # ২

যদিও চলতি সপ্তাহে সাফল্য আপনার অবধারিত, তবুও সবকিছু ভাগ্যের ওপর ছেড়ে দিয়ে বসে থাকবেন না। কে শত্রু আর কে প্রকৃত বন্ধু, বোঝার চেষ্টা করুন। জয় হোক!

বৃশ্চিক ২৪ অক্টোবর-২২ নভেম্বর। ভর # ২

জীবনের একটা পর্যায়ে এসে পেছনের ব্যর্থতাগুলো আর মনে আনা উচিত নয়। রবীন্দ্রনাথ বলেছেন: কী পাই নি তার হিসাব মিলাতে মন মোর নহে রাজি। আপনিও জীবনে যা যা পেয়েছেন তার স্মৃতি অন্তরে লালন করুন। সামনের কাজ আপনার আঁটকে থাকবে না।

ধনু ২৩ নভেম্বর-২১ ডিসেম্বর। ভর # ৯

গত বছরের ২৩ ডিসেম্বর আমার পুত্রের একটি কন্যাসন্তান হয়েছে। নাম তৃয়া। বংশবৃদ্ধিতে এত আনন্দ তা আগে জানতাম না। আপনারা যাঁরা আমার মতো এখনো দাদা হননি, তাঁদের বলি: অপেক্ষায় থাকুন।

মকর ২২ ডিসেম্বর-২০ জানুয়ারি। ভর # ৩

মকরের একটি প্রধান বৈশিষ্ট্য হচ্ছে তার অপরিমেয় জীবনীশক্তি। এই শক্তি দিয়ে মকর তার জীবনের সব বাধা পার হয়ে যেতে পারে। প্রিয় মকর, বাধা একটি বাস্তবতা এবং এই বাধাকে যে অতিক্রম করতে হবে সেটাও একটা অনিবার্য ব্যাপার। তাই বাধার সামনে এসে ভয় পাওয়ার কিছু নেই! আমি জানি আপনার জয় হবে।

কুম্ভ ২১ জানুয়ারি-১৮ ফেব্রুয়ারি। ভর # ৯

আমাদের সৌভাগ্য, মাত্র হাতে গোনা কয়েকটি হলেও মুক্তিযুদ্ধের ওপর কিছু বাস্তবানুগ চলচ্চিত্র আমাদের আছে। বেশির ভাগই কল্পনাপ্রসূত এবং হাস্যকর। যা-ই হোক, যুদ্ধের মাঠে রোমান্টিকতা এবং সাহসের দুটি ভিন্ন ভূমিকা রয়েছে। সাহসিকতাকেই আমরা বীরত্ব বলব। আমরা আমাদের মুক্তিযুদ্ধে গ্রামীণ জনগণের যে বীরত্ব দেখেছি, তা ইতিহাসের অলংকার। মুক্তিযুদ্ধকে সারা বছরই স্মরণে রাখুন।

মীন ১৯ ফেব্রুয়ারি-২০ মার্চ। ভর # ৩

স্বার্থপর না হয়েও নিজেকে ভালোবাসা যায়। নিজেকে ভালোবাসতে শিখলে আপনি অন্যকেও ভালোবাসতে পারবেন। দেখুন, বাঙালি উদারতা এবং সাহসিকতার জন্য বিখ্যাত হলেও, তার চরিত্রে আছে কিছু কাপুরুষতা ও সংকীর্ণতা। আমাদের বড় বড় লেখক ও কবিরাও এই আক্ষেপ করে গেছেন। আমি আপনাকে একজন উদার মানুষ হিসেবেই গণ্য করি। আপনি উদার থাকুন, নিজেকে দৃষ্টান্ত রূপে তুলে ধরুন।