বাড়িটির নাম ‘চাবি’। নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় শীতলক্ষ্যা নদীর পাড়ে চার বিঘা জমির ওপর তৈরি হয়েছে বাড়িটি। এই বাড়ির জন্য স্থাপত্যের মর্যাদাপূর্ণ পুরস্কার আর্কেশিয়া স্থাপত্য পুরস্কার-২০২৫-এ স্বর্ণপদক জিতেছেন স্থপতি এনামুল করিম নির্ঝর। ৭ ছবিতে দেখুন নান্দনিক নকশায় নির্মিত ‘চাবি’।
